নিজস্ব প্রতিবেদক :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাজনৈতিকভাবে সফল ছিলেন বলেই তিনি চলে যাওয়ার এত বছর পরও এই দলটিকে মানুষ আঁকড়ে ধরে রেখেছে। ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতিসহ সকল ক্ষেত্রে শহীদ জিয়া এক উৎজ্জ্বল দৃষ্টান্ত।
শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : যার গল্প আমাদের আদর্শ’ শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, দেশের অর্থনীতিতে অবদান ছিল জিয়াউর রহমানের। গার্মেন্টস সেক্টর এবং বৈদেশিক রেমিটেন্স বাড়াতে কাজ করেছেন তিনি।
তিনি আরও বলেন, শহীদ জিয়া রাষ্ট্রনায়ক হিসেবে দেশ ও দেশের মানুষকে সঠিকভাবে পরিচালনা করেছেন। এ ছাড়াও দেশের অর্থনীতির মূল উৎস গার্মেন্ট এবং বৈদেশিক রেমিট্যান্সেও শহীদ জিয়ার অবদান ছিল অপরিসীম।
এ সময় তারেক রহমানের স্ত্রী বিশিষ্ট কার্ডিওলোজিস্ট ডা. জুবাইদা রহমানও ভার্চুয়ালি যুক্ত ছিলেন। প্রধান আলোচক ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
অধ্যাপক নাসরিন সুলতানার পরিচালনায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, তরুণ প্রজন্মের প্রতিনিধি ফাহাম আব্দুস সালাম, ডা. সৈয়দা তাজনিন ওয়ারিস সিমকী, অধ্যাপক হালিম খান, চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল, মুক্তিযোদ্ধা লুতফুল হাসান, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মো. জামাল হোসেন মজুমদার, সাবেক রাষ্ট্রদূত মুফলেহ আর ওসমান, প্রতিবন্ধী নাগরিক সংগঠনের সমন্বয়ক ইফতেখার মাহমুদ, একাডেমিয়া ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র কায়সান আহিয়ান রেজা।
অনুষ্ঠানে জিয়াউর রহমানের ওপর একটি বিশ্লেষণধর্মী ডকুমেন্টারি উপস্থাপন করেন ফ্রি ইউনিভার্সিটি অব ব্রাসেলেসের এমিরেটাস অধ্যাপক এডি ভান ড্রিসে।