মেডিকেলে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের ফল স্থগিত
জানুয়ারি ২০, ২০২৫
শপথের দিনে ট্রাম্পকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
জানুয়ারি ২০, ২০২৫

গাড়ি দুর্ঘটনায় মাশরাফীর মৃত্যু, যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক :
চলমান বিপিএলকে সামনে রেখে মাশরাফী বিন মোর্ত্তজাকে দলে ভিড়িয়েছিল সিলেট স্ট্রাইকার্স। কিন্তু আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হওয়ায় তোপের মুখে পড়েন এই ক্রিকেটার। যার ফলে বিপিএলে অংশ নিতে পারেননি তিনি।

এর মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হচ্ছে মারা গেছেন মাশরাফী। ভাইরাল হওয়া একটি ফটোকার্ডে দাবি করা হয়, দুবাইতে মাশরাফী গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন।

তবে খবর দিকে গুজব বলে উড়িয়ে দিয়েছে রিউমর স্ক্যানার টিম। তাদের অনুসন্ধান থেকে জানা যায়, মাশরাফী মারা যাওয়ার দাবিটি সঠিক নয় বরং কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই ভুয়া দাবিটি প্রচার করা হয়েছে।

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেশীয় ও আন্তর্জাতিক কোনো সংবাদমাধ্যম কিংবা সংশ্লিষ্ট নির্ভরযোগ্য কোনো সূত্রে মাশরাফী দুবাইয়ে অবস্থান বা তার মৃত্যুর দাবি সংক্রান্ত কোনো তথ্য পায়নি।

মূলত, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর জনসমক্ষে দেখা যায়নি সাবেক সংসদ সদস্য ও জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে।

rr
rr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *