ইসরায়েলপন্থি মার্কো রুবিওকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ
জানুয়ারি ২১, ২০২৫
শিল্পী সমিতি থেকে বহিষ্কৃত হলেন নিপুণ
জানুয়ারি ২১, ২০২৫

হতাশ হলে এতদিনে গলায় দড়ি দিয়ে মরে যাওয়ার কথা: তাসকিন

স্পোর্টস ডেস্ক
বিশ্বের সবচেয়ে বড় টুর্নামেন্ট হলো আইপিএল। আর এই টুর্নামেন্টটিতে খেলার জন্য জাতীয় দলের সঙ্গে চুক্তিও বাতিল করে অনেক ক্রিকেটার। কিন্তু ব্যতিক্রম ছিলেন তাসকিন আহমেদ। আইপিএলের কয়েক দফায় সুযোগ পেয়েও খেলতে যেতে পারেননি এই টাইগার পেসার।

সম্প্রতি পিএসএল ড্রাফট নিয়েও আলোচনায় ছিল তাসকিনের নাম। কিন্তু আগ্রহ দেখায়নি কোনো ফ্র‍্যাঞ্চাইজি। তাই এই টাইগার পেসারের কাছে জানতে চাওয়া হয় কিছুটা হতাশ হয়েছে কিনা।

জবাবে তাসকিন বলেন, নাহ… (দল না পাওয়া) হতাশাজনক নয়। হতাশার কী আছে! সবচেয়ে বড় বিষয় হলো, আমি যদি নিজের দেশকে ভালোমতো সেবা দিতে পারি। যেখানেই খেলি, যদি ভালো করতে পারি, সুযোগ অনেক আসবে।

আইপিএলের খেলতে যেতে না পারায় বিষয়টি টেনে তিনি বলেন, এর আগে তো তিনবার আইপিএলে সুযোগ পেয়েও যেতে পারিনি। হতাশাজনক হলে তো এতদিনে গলায় দড়ি দিয়ে মরে যাওয়ার কথা। আমি একদমই হতাশ নই। আমার তকদিরে যেটা আছে… সামনে অনেক সুযোগ আসবে ইনশাল্লাহ।

 

তাসকিন আরও বলেন, আসলে যেহেতু ড্রাফটে (নিলামে) দল পাইনি, কারও বদলি হিসেবে প্রয়োজন পড়লে নিতেও পারে। পিএসএলের ক্ষেত্রেও একই বিষয়৷ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে কারও কথা হয়নি। আসলে এজেন্টরা এসব যোগাযোগ করে। আমার সঙ্গে যোগাযোগ হয়নি।

চলমান বিপিএলে এখনও পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারি তাসকিন। ৯ ম্যাচে ২০ উইকেট শিকার করেছেন তিনি। সম্প্রতি পেয়েছেন নেতৃত্বের ভারও। তবে তার অধিনায়কত্বে গতকাল চিটাগাং কিংসের কাছে ১১১ রানের বিড় ব্যবধানে হেরেছে রাজশাহী।

rr
rr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *