ফের দুর্ঘটনা যুক্তরাষ্ট্রে, শপিং মলের কাছে ভেঙে পড়ল বিমান
ফেব্রুয়ারি ১, ২০২৫
আজ বইমেলা উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
ফেব্রুয়ারি ১, ২০২৫

পঞ্চগড়ে টানা ৪ দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক
শীতপ্রবণ পঞ্চগড় জেলা আবার মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়েছে। টানা চারদিন ধরে এ জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। মেঘ-ঘন কুয়াশা ও হিমালয় পাহাড় থেকে প্রবাহিত হিমশীতল বাতাস শীতের তীব্রতা বাড়িয়ে উত্তরের এ অঞ্চলে।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শুক্রবার ৯ দশমিক ৮, বৃহস্পতিবার ৯ দশমিক ৫ ও বুধবার একই সময়ে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল।

বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, মেঘ-ঘন কুয়াশায় ঢাকা উত্তরের এ জেলা। বেলা বাড়লেও দেখা মিলছে না সূর্য। তবে জীবিকার তাগিদে কাজে বের হতে দেখা গেছে নিম্নআয়েরসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের। নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় উপার্জনে মিলছে না মৌলিক চাহিদা পূরণ।

জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ বলেন, গত ৪ দিন ধরে ৮ থেকে ১০ ডিগ্রির মধ্যে তাপমাত্রা রেকর্ড হওয়ায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে। শনিবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। ঘণ্টায ৯-১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ায় শীত অনুভূত হচ্ছে।

rr
rr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *