নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় অবস্থিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের দাদার বাড়ি বায়তুল আমানে হামলা ও ভাঙচুর করেছে বিক্ষুদ্ধ ছাত্র-জনতা। এ সময় ভেকু দিয়ে ওই বাড়ির দেয়াল ও ছাদ ভেঙে দেয়া হয়। এক পর্যায়ে ওই বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুদ্ধরা।
gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে কয়েকশ’ ছাত্র-জনতা হামলা ও ভাঙচুর শুরু করে। তবে ওই বাড়িতে কেউ থাকতো না।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে শহরের চাষাঢ়া এলাকায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের দাদার (খান সাহেব ওসমান আলী) বাড়ি বায়তুল আমানে বিক্ষুদ্ধ ছাত্র-জনতা হামলা ও ভাঙচুর শুরু করে। এ সময় তারা হ্যামার দিয়ে ওই ভবনের দেয়ালে ভাঙচুর করে।
এক পর্যায়ে বিক্ষুদ্ধ ছাত্র-জনতা বাড়ির ভেতরে প্রবেশ করে আগুন ধরিয়ে দেয়। পরে সীমানা প্রাচীরের প্রধান ফটক ভেঙ্গে ভেকু বাড়ির ভেতরে প্রবেশ করে। ভেকু দিয়ে ওই বাড়ির দেয়াল ও ছাদ ভাঙা শুরু হয়।
প্রসঙ্গত, শামীম ওসমানের দাদার বাড়ি বায়তুল আমানে ১৯৫২ সালে ২৯ ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের বৈঠক হয়েছে। মুক্তিযুদ্ধসহ রাজনৈতিক নানা কারণে বায়তুল আমান আলোচিত ছিল।