বিশ্ব ইজতেমার তৃতীয় ধাপ শুরু, এক মুসল্লির মৃত্যু
ফেব্রুয়ারি ১৪, ২০২৫
রোজার ঈদের পর দেশে ফিরবেন খালেদা জিয়া
ফেব্রুয়ারি ১৪, ২০২৫

প্রধান উপদেষ্টার সঙ্গে ইলন মাস্কের ফোনালাপ 

নিজস্ব প্রতিবেদক
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন টেসলা ও স্পেসএক্স প্রধান ইলন মাস্ক। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত ৯টায় প্রধান উপদেষ্টা ও ইলন মাস্কের মধ্যে কথোপকথন হয়। তবে কী নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে সে বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার।

বিষয়টি নিশ্চিত করে ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি বলেন, এ দুজনের মধ্যে কী নিয়ে আলোচনা হয়েছে তা পরে জানানো হবে।

প্রসঙ্গত, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট ২০২৫-এ অংশ নিতে দুই দিনের সফরে সেখানে যান তিনি। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে দুবাই পৌঁছান প্রধান উপদেষ্টা।

এবারের সম্মেলন সরকারগুলোর মধ্যে কার্যকর অংশীদারিত্ব, বৈশ্বিক মতবিনিময় এবং সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে সরকার ও জনগণের মধ্যকার সেতুবন্ধ সৃষ্টিতে প্ল্যাটফরমটির উদ্যোগ অব্যাহত রাখবে।

 

rr
rr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *