ছবি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দায়ের করা ৪টি হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা বাশার মহুরী
নিজস্ব প্রতিবেদক:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দায়ের করা ৪টি হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা বাশার মহুরী কে আটক করছে না বাড্ডা থানা পুলিশ।
জানা জায়, ৫ অগাস্ট ২০২৪ দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলন চলাকালীন সময়ে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের দোসর পুলিশ ও আওয়ামীলীগের নেতা কর্মিদের নির্যাতনে মারা যান বাড্ডা থানার মোঃ সোহাগ।
সোহাগের মৃত্যুর ঘটনায় তার আপন ভাই শোভা মিয়া পিতা আবুল কালাম, সাং গোলমী পুর, থানা জামাল গন্জ, জেলা সুনামগন্জ, বাদী হয়ে বাড্ডা থানায় হত্যা মামলা দায়ের করেন। যার নং-২৯(৯)২০২৪ ধারা ৩২৫/৩২৬/৩০৭/৩০২/১১৪/১০৯/৩৪ পেনাল কোড, বাশার মহুরী এজাহার নামীয় আসামি।
অপর ঘটনায় মোছাঃ মাছুমা, পিতা ইউনুস শিকদার, সাং ১৪/১ তেঁতুল তলা রোড, উত্তর বাড্ডা, তার ছেলে মোঃ সুমন শিকদার কে হত্যার দায়ে বাদী হয়ে বাড্ডা থানার মামলা নং -৪(৮)২৪ ধারা ৩০২/১০৯ এ মামলাতেও বাশার মহুরী এজাহার নামীয় আসামি।
আবুবকর শিকদার, পিতা মোঃ জমির শিকদার, দাগ নং১৮৮৬ হলুদবাড়ী রুপনগর পুর্ব বাড্ডা, তার ছেলে মোঃ হাফিজুল শিকদার কে হত্যার ঘটনায় বাড্ডা থানায় একটি মামলা করে যার নং ৬(৮)২৪ ধারা ৩০২/১০৯ পেনাল কোড, এ মামলাতেও আওয়ামী লীগ নেতা বাশার মহুরী এজাহার নামীয় আসামি।
মোঃ বিল্লাল মিয়া, পিতা আবুল কালাম, ঠিকানা ৪০ নং ময়নারবাগ বাড্ডা, তার আপন ভাই মোঃ সোহাগ মিয়া কে হত্যার ঘটনায় বাড্ডা থানার হত্যা মামলা নং ৭(৮)২৪ ধারা ৩০২/১০৯ পেনাল কোড দায়ের করে।
উক্ত ৪ টি হত্যা মামলায়েই আওয়ামী লীগ নেতা বাশার মহুরী এজাহার নামীয় ১৪৯ নং আসামি।
মামলার এজাহারে তার ঠিকানা উল্লেখ রয়েছে মোঃ বাশার মহুরী , পিতা আজাহার মৃধা, সাং হারুন সাংবাদিক গলি, পুর্ব বাড্ডা থানা।
বাড্ড মহল্লা বাসী জানান, বাশার মহুরী জন্মসূত্রে পটুয়াখালী জেলার মির্জাগন্জ থানার বাসন্ডা গ্রামের বাসিন্দা ১৫ বছর পুর্বে ১ কাঠা জমি কিনে বসবাস করছে। এরপর থেকে আওয়ামী লীগ করে দলীয়ভাবে জমি দখল, বাড়ী দখল, চাঁদা আদায়,মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে কোটি কোটি টাকা কমিয়েছে।
মামলার বাদীপক্ষ গন জানান, মামলার তদন্তকারী অফিসার দের নিকট বারবার থানায় গিয়ে আসামি আওয়ামী লীগ নেতা বাশার মহুরী কে আটক করার জন্য অনুরোধ করে কোন কিছু করতে পরছি না। তারা আসামি ধরতে অনিহা প্রকাশ করে। এছাড়া যখনি থানার তদন্তকারী অফিসারদের সাথে দেখা করি, আসামি খবর পেয়ে যায়, পরে আসামীর মোবাইল নম্বর ০১৭১২৫২০৭৫৪ দিয়ে মামলা তুলে নেয়ার হুমকি দেয়।
তারা আরও জানান, আসামি বাশার মহুরী সাবেক ফ্যাসিস্ট সরকারের আমলে বাড্ডা থানা ছিল তার আড্ডাস্থল,যার ফলে পুলিশের সাথে রয়েছে তার সংখ্যতা।
আমরা জানতে পেরেছি মোটা অংকের অর্থ দিয়ে মামলা থেকে রেহাই পাওয়ার চেষ্টা করছে।
মামলার বাদীবিল্লাহ মিয়া জানান, আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব বরাবর আবেদন করেছি। সচিব মহোদয় ব্যবস্থা গ্রহণের জন্য পটুয়াখালী পুলিশ সুপার কে নির্দেশ দিয়েছেন।
এ বিষয় পটুয়াখালী জেলার মির্জা গন্জ থানার ওসি জানান, আসামি আওয়ামী লীগ নেতা বাশার মহুরীর নামে ফরিদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত হতে ২ বছর ৬ মাসের সাজার পরোয়ানা এসেছে। আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি, আসামি ১ মাস পুর্বে বাড়ী নির্মাণ শুরু করে এখন নির্মাণ কাজ বন্ধ করে পার্শ্ববর্তী জেলা বরগুনা তার শশুর বাড়িতে অবস্থান করছেন। আটকের চেষ্টা অব্যহত আছে।