ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫ গাড়ির সংঘর্ষ, আহত ২০
ফেব্রুয়ারি ১৭, ২০২৫
অপারেশন ডেভিল হান্টে সারাদেশে গ্রেপ্তার আরও ৫২৯
ফেব্রুয়ারি ১৭, ২০২৫

যুক্তরাষ্ট্রে বৃষ্টি ও বন্যায় নিহত ৯, বিদ্যুৎহীন ৪ লাখ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রে প্রবল বৃষ্টির জেরে সৃষ্ট বন্যায় ৯ জন নিহত হওয়ার পাশাপাশি দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু অংশ প্লাবিত হয়েছে। ডুবে গেছে রাস্তা ও ঘরবাড়ি। এছাড়া আবহাওয়ার জেরে বিদ্যুৎহীন হয়ে পড়েছেন প্রায় ৪ লাখ মানুষ।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এতে বলা হয়, কেন্টাকি অঙ্গরাজ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে, যেখানে ৮ জনের মৃত্যু হয়েছে। আর নবম মৃত্যুর ঘটনাটি ঘটেছে জর্জিয়ায়। সেখানে উপড়ে পড়া গাছ একটি বাড়ির ওপর ভেঙে পড়ার পর বিছানায় শুয়ে থাকা এক ব্যক্তি নিহত হয়েছেন।

কেন্টাকি রাজ্যের গভর্নর অ্যান্ডি বেসিয়ার জানিয়েছেন, তার রাজ্যে আটজন মারা গেছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে।

বন্যার পানিতে আটকে পড়া শত শত মানুষকে উদ্ধার করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেছেন, গাড়িতে আটকে থাকা অনেককেও উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে বাসিন্দাদের এখনই রাস্তায় না যেতে ও বেঁচে থাকতে সতর্ক করা হয়েছে।

বিবিসি আরও জানিয়েছে, বৃষ্টি ও বন্যার জেরে মৃত্যু ও ক্ষয়ক্ষতির একটি বড় অংশ কেন্টাকিতে ঘটেছে বলে মনে হচ্ছে। সেখানে নিহতদের মধ্যে একজন মা ও তার সাত বছর বয়সী শিশু এবং ৭৩ বছর বয়সী এক বৃদ্ধও রয়েছেন। কেন্টাকির কিছু অংশে ৬ ইঞ্চি (১৫ সেমি) পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে।

এদিকে জাতীয় আবহাওয়া পরিষেবার পরিসংখ্যান বলছে, এই বৃষ্টির ফলে ব্যাপক বন্যার সৃষ্টি হয়। এছাড়া বন্যার জেরে ৩০০টিরও বেশি রাস্তা বন্ধ হয়ে গেছে বলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে জানিয়েছেন কেন্টাকি অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ডি বেসিয়ার।

পর্যবেক্ষণ সাইট পাওয়ারআউটেজ ডট ইউএসের তথ্যমতে, আটটি অঙ্গরাজ্যে রোববার স্থানীয় সময় বিকেলে প্রায় ৪ লাখ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় ছিলেন। উদ্ধারকর্মীরা পরিস্থিতি মোকাবিলায় কাজ করে যাচ্ছেন। তবে ভারী বৃষ্টিপাত ও জলাবদ্ধতার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।

 

rr
rr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *