গণঅভ্যুত্থানে আহতদের শাহবাগ অবরোধ
ফেব্রুয়ারি ১৭, ২০২৫
ফেনীতে পিকআপভ্যানে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৫
ফেব্রুয়ারি ১৭, ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্রদের নতুন সংগঠন আসছে

নিজস্ব প্রতিবেদক
‘স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট’ স্লোগানকে সামনে রেখে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আদর্শ ধারণ করে একটি নতুন ছাত্র সংগঠন আত্মপ্রকাশ করতে যাচ্ছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার।

এ সময় তিনি বলেন, নতুন এই ছাত্র সংগঠনটি লেজুড়বৃত্তিক হবে না; স্বতন্ত্রভাবে কাজ করবে। নতুন ছাত্র সংগঠনের নীতি-আদর্শ হবে ‘স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট’।

শিগগির এ ছাত্র সংগঠন আত্মপ্রকাশ করতে যাচ্ছে জানিয়ে আবু বাকের বলেন, ‘আত্মপ্রকাশ করার আগে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জনমত জরিপ ও সদস্য সংগ্রহ করব। সেখান থেকে নামসহ বিভিন্ন বিষয় নির্ধারণ করে ছাত্র সংগঠনটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে। তবে নাম আত্মপ্রকাশের তারিখ পরে জানানো হবে।’

এর আগে রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার, আব্দুল কাদেরসহ বেশ কয়েকজন নতুন এই ছাত্র সংগঠন আসার বিষয়ে ফেসবুকে ইঙ্গিত দিয়ে পোস্ট দেন।

 

rr
rr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *