নিজস্ব প্রতিবেদক
জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, ১৯৭২ সালে আমরা একটি দেশের কাছে পররাষ্ট্রনীতি বিক্রি করে দিয়েছিলাম। সেই জায়গা থেকে আজ পর্যন্ত আমরা উঠে দাঁড়াতে পারিনি। এত বছর আমাদের পররাষ্ট্রনীতি ছিল সেই দেশকেন্দ্রিক। আওয়ামী লীগ দেশটির সেবা দাস হিসেবে নিজেদের স্টাবলিশ করেছিল। পতনের পর তাই অন্য দেশে নয়, সে দেশেই তাদের পালাতে হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর ইস্কাটনের বিস অডিটোরিয়ামে আয়োজিত জাতীয় নাগরিক কমিটির সংলাপে তিনি এসব কথা বলেন।
নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, ক্ষমতায় গেলে পররাষ্ট্রনীতিতে সমান্তরাল কূটনৈতিক সম্পর্ক রাখার চেষ্টা থাকবে। কারও প্রতি বলপ্রয়োগ নয়, সম্পর্ক হবে বন্ধুত্বের।
তিনি আরও বলেন, নিজেদের অধিকার বাস্তবায়নে বিএনপি যেমন তিস্তার পানির হিস্যা নিয়ে প্রোগ্রাম করছে, এমন ফ্যাক্টবেসেস কাজ করতে হবে।
জাতীয় নাগরিক কমিটির এই আহ্বায়ক বলেন, দেশে বসে শুধু ভারতের বিরুদ্ধে স্লোগান দিলেই কাজ হবে না।