শিক্ষার্থীদের সংঘর্ষে কুয়েট রণক্ষেত্র, আহত ১৫ 
ফেব্রুয়ারি ১৮, ২০২৫
আমরা সংস্কারের বিরুদ্ধে নই, দ্রুত নির্বাচন দিন: ফখরুল
ফেব্রুয়ারি ১৮, ২০২৫

স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত আসবে: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের তৃতীয় ও শেষ দিনের ষষ্ঠ অধিবেশন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

আসিফ মাহমুদ বলেন, সারাদেশে জনপ্রতিনিধি না থাকায় ডিসিদের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। অতিরিক্ত চাপ থেকে মুক্তি পেতে তারাও দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছেন।

তিনি বলেন, আজকে যারা বিভাগীয় কমিশনার এসেছেন তারা কোনো না কোনো সিটি করপোরেশনের দায়িত্বে রয়েছেন। জেলা প্রশাসকদের জেলা পরিষদের দায়িত্ব পালন করতে হচ্ছে। একজন অফিসারের পক্ষে একসঙ্গে দুই-তিনটি দায়িত্ব পালন করা একজন মানুষের জন্য কঠিন হয়ে দাঁড়ায়।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা বলেন, আমি মনে করি স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে সেখানে প্রকৃত জনপ্রতিনিধি নিয়ে আসা উচিত। সর্বশেষ ঐকমত্যের মিটিংয়েও বিষয়টি আলোচনা হয়েছে।

আসিফ মাহমুদ বলেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে আলোচনা চলমান। চূড়ান্ত কোনো সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে হয়নি। তবে খুব দ্রুতই একটা সিদ্ধান্ত আসবে।

তিনি বলেন, আমার মতে আগে স্থানীয় সরকার নির্বাচন হলে অবশ্যই ভালো হবে। উই হ্যাভ টু রান কান্ট্রি। কিন্তু আমার ব্যক্তিগত চিন্তা দিয়ে তো সিদ্ধান্ত হবে না? সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে আসবে।

rr
rr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *