গাজায় ১১০৯ মসজিদ ধ্বংস করেছে ইসরায়েল
ফেব্রুয়ারি ২০, ২০২৫
১৮ ব্যক্তি ও নারী ফুটবল দল পেলেন একুশে পদক
ফেব্রুয়ারি ২০, ২০২৫

ডেভিল হান্টে দেশে আরও ৫৩২ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
‘অপারেশন ডেভিল হান্টে’ গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৫৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি মামলা ও অন্যান্য অপরাধে গ্রেফতার করা হয়েছে ১ হাজার ১৫১ জনকে। এই সময়ে সব মিলিয়ে গ্রেফতার হয়েছে এক হাজার ৫৮৩ জন। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পুলিশ সদর দপ্তর।

এতে বলা হয়, গ্রেফতারের পাশাপাশি মঙ্গলবার বিকাল থেকে বুধবার বিকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি স্টিলের চাপাতি, দুটি বার্মিজ চাকু, একটি স্টিলের জং ধরা ছুরি ও একটি স্টিলের কিরিচ জব্দ করা হয়। ৮ ফেব্র“য়ারি থেকে শুরু হওয়া এই অভিযানে এখন পর্যন্ত ছয় হাজার ৪১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, এমপি এবং আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাও রয়েছেন। এ ছাড়া বিভিন্ন ধরনের অপরাধীকেও গ্রেফতার করা হচ্ছে।

৭ ফেব্রুয়ারি গাজীপুরে সাবেক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। আওয়ামী লীগের লোকজনই এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। এ ঘটনার পর দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নেয় সরকার। এরই ধারাবাহিকতায় ৮ ফেব্র“য়ারি থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হয়। মূলত দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতেই অন্তর্বর্তী সরকার ‘অপারেশ ডেভিল হান্ট’ পরিচালনার উদ্যোগ নেয়।

rr
rr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *