পুলিশ সদস্যরা এখন পূর্ণ মনোবল নিয়ে কাজ করছে: ডিএমপি কমিশনার
ফেব্রুয়ারি ২০, ২০২৫
দয়া করে দেশকে আর অস্থিতিশীল করবেন না: ফখরুল
ফেব্রুয়ারি ২০, ২০২৫

চ্যাম্পিয়নস ট্রফিতে জাকের-হৃদয়ের ইতিহাস

স্পোর্টস ডেস্ক
চলমান চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। কিন্তু ভারতের বোলিং তোপে মাত্র ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। কিন্তু ষষ্ঠ উইকেটে ১৫৪ রানের জুটি গড়ে দলকে ধ্বংসস্তূপ থেকে টেনে তোলেন তাওহীদ হৃদয় ও জাকের আলী। আর তাতে ইতিহাস গড়েছেন এই দুই ক্রিকেটার।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুবাইতে ষষ্ঠ উইকেটে ১৫৪ রানের জুটি গড়ে জাকের ও হৃদয়। এতে ১৯ বছর আগের রেকর্ড ভেঙেছেন তারা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ষষ্ঠ উইকেটে এর চেয়ে বেশি রানের জুটির রেকর্ড নেই আর কারও।

এর আগে, ২০০৬ সালে পাকিস্তানের বিপক্ষে মোহালিতে ১৩১ রান করে রেকর্ডটি গড়েছিলেন দক্ষিণ আফ্রিকার জাস্টিন কেম্প ও মার্ক বাউচার। এদিকে দেড়শ পেরোনো জুটিতে আরও একটি রেকর্ড গড়েছে জাকের ও হৃদয়। ওয়ানডেতে ভারতের বিপক্ষে যেকোনো দলের পক্ষে ষষ্ঠ উইকেটে এটিই সর্বোচ্চ রানের জুটি।

এর আগে ষষ্ঠ উইকেটে ভারতের বিপক্ষে সর্বোচ্চ ১৩৩ রানের জুটি ছিল শ্রীলঙ্কার আতাপাত্তু ও আর্নল্ডের। ২০০৫ সালে রেকর্ডটি গড়েছিলেন এ দুই সাবেক লঙ্কান ক্রিকেটার।

 

তবে ক্যারিয়ারসেরা ইনিংস খেলা জাকের প্রথম সেঞ্চুরির সুযোগটি লুফে নিতে পারেননি। ৪৩তম ওভারে মোহাম্মদ শামিকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে কাটা পড়েন জাকের আলী। ১১৪ বলে ৬৮ রান করেন তিনি।

কিন্তু অপর প্রান্ত আগলে রেখে সেঞ্চুরির দ্বারপ্রান্তে পৌঁছে যান হৃদয়। এদিন পায়ে আঘাত পান হৃদয়। তাই দৌড়ে রান নিতে পারছিলেন না তিনি। তবে ১১৩ বলে ফিফটি তুলে নেন এই তরুণ ব্যাটার। তার সেঞ্চুরিতে ভর করে ২২৮ রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ।

rr
rr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *