নবীন-তরুণরা দেশকে নতুন করে চিন্তা করছেন : ফখরুল
ফেব্রুয়ারি ২২, ২০২৫
সাদী আমার জীবনে আশীর্বাদ: পরীমনি
ফেব্রুয়ারি ২২, ২০২৫

এ বছরই প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান: দুদু

নিজস্ব প্রতিবেদক
এ বছরই সরকারকে নির্বাচন দিতে বাধ্য করা হবে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে পঞ্চগড় জেলা শহরের সড়ক জনপদের মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় এ মন্তব্য করেন তিনি।

দুদু বলেন, বিএনপির খেলা এখনো দেখেন নাই। এ বছরের মধ্যে সরকার নির্বাচন দিতে বাধ্য হবে।

তিনি বলেন, কেবল কয়েকটা জনসভা শুরু করেছি। ড. ইউনূসকে বলব, ভাই আপনি ভালো লোক, এদের পাল্লায় পড়বেন না। বিএনপিকে রাস্তায় নামাইয়েন না।

সভায় উপস্থিত জনতার উদ্দেশে বিএনপির এ নেতা বলেন, তারেক সাহেবের ১৭ বছরের চেষ্টা, উদ্যোগ, সংগ্রাম কম কথা নয়। তিনি তো প্রধানমন্ত্রী হবেন। এ বছরেই মধ্যে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। সেই দিনের জন্য আজকেই সবাই হাততালি দেন। ধানের শীষ বাংলার গৌরবের প্রতীক, ধানের শীষ শহীদ জিয়ার শীষ, ধানের শীষ মাওলানা ভাসানীর শীষ, ধানের শীষ বেগম জিয়ার শীষ।

তিনি বলেন, আজকে এক মাসের ঘটনায় অনেকে মনে করছে কী ফেলে দিলেন, কী হয়ে গেলেন। ৮০০ ভাই, কারো স্বামী, কারো সন্তান এখনো ফিরে আসেনি। বিএনপি নিয়ে কথা বলেন। দেশের জন্য যদি কেউ জীবন দিয়ে থাকেন, শহীদ জিয়াউর রহমান তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। বেগম জিয়া ৬টি বছর বিনা চিকিৎসায় মৃত্যুর কাছে গেছেন, তবু আপোষ করেননি।

দুদু বলেন, বেটা কই ছিলা? ১৭ বছর নজরে আসে নাই। ৬০ লাখ মামলা। কয়টা মামলা আছে তোমার? ৬০ লাখ মামলার আসামি বিএনপি। ঘরে ঘুমাতে পারেনি।

বিএনপির এ নেতা বলেন, এমনি এমনিই বাংলাদেশ মুক্ত হয়ে গেল? এতই যদি শক্তি, এতই যদি ক্ষমতা নির্বাচনে বিরোধিতা করেন কেন? পার্টি বানাবেন, ঘোষণা করবেন, সরকার সমর্থন দেবে তারপর বুঝে দেখবেন নির্বাচন করবেন কিনা। বিএনপিকে চিনেন নাই এখনো।

শেখ হাসিনাকে উদ্দেশ করে দুদু বলেন, আসবেন বরণ করব, বিচার হবে, ফাঁসি কাষ্ঠে ঝুলবেন। একটা দুটো মারেন নাই তো, হাজার হাজার গণহত্যা করেছেন। একটা ব্যাংকেও টাকা নেই। এত বড় চোর পরিবার। বাড়ির লোকও ৪০০ কোটি টাকা চুরি করেছে। শেখ মুজিব ৪০ হাজার বিরোধীদলীয় নেতাকর্মী হত্যা করেছে।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নওশাদ জমির, বিএনপির রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, পৌর বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলাম।

Copied from: https://rtvonline.com/

rr
rr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *