রোজা শুরুর আগেই বেড়েছে বেশ কিছু পণ্যের দাম
ফেব্রুয়ারি ২৮, ২০২৫
বাংলাদেশকে আর কখনো বিভাজিত করা যাবে না: নাহিদ
ফেব্রুয়ারি ২৮, ২০২৫

আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করলো ‘জাতীয় নাগরিক পার্টি’

নিজস্ব প্রতিবেদক
জুনাহিদ ইসলামকে আহ্বায়ক এবং আখতার হোসেনকে সদস্যসচিব করে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করলো নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি)।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে শহীদ মো. ইসমাইল হাসান রাব্বির বোন মিম আক্তার দলটির নাম ঘোষণা করেন।

 

এর আগে, বিকেল সোয়া ৪টায় তরুণ প্রজন্মের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়। শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। এরপর পবিত্র গীতা, ত্রিপিটক ও বাইবেল থেকে পাঠ করা হয়। ধর্মগ্রন্থ থেকে পাঠের পর জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

এরপর জুলাই আগস্টে নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং নিজ নিজ ধর্মমতে তাদের জন্য দোয়া করা হয়।

এদিকে, নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির আহমেদ আলী কাসেমী, বিকল্পধারার নেতা মেজর (অব.) আব্দুল মান্নান, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমেদ, লেবার পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামী ঐক্য জোটের সহ-সভাপতি জসিম উদ্দিন, বিএলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আবদুল কাদের উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরাও অংশ নিয়েছেন।

এর মধ্য দিয়ে ১৫১ সদস্যের কমিটিসহ নতুন দল ঘোষণা করা হলো। ঘোষণায় যা বলা হয়:

দলের নাম–জাতীয় নাগরিক পার্টি

আহ্বায়ক–নাহিদ ইসলাম

সদস্য সচিব–আখতার হোসেন

সিনিয়র যুগ্ম আহ্বায়ক–সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম

সিনিয়র যুগ্ম সদস্য সচিব–তাসনিম জারা ও নাহিদা সারোয়ার নিভা

মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল)–হাসনাত আব্দুল্লাহ

মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল)–সারজিস আলম

প্রধান সমন্বয়কারী–নাসিরউদ্দিন পাটোয়ারী

যুগ্ম সমন্বয়ক–আব্দুল হান্নান মাসুদ

rr
rr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *