কারাগারে বন্দিদের জন্য সেহরি ও ইফতারে যা থাকছে
মার্চ ২, ২০২৫
লালমনিরহাট সীমান্তে ফের কাঁটাতারের বেড়া , বিজিবির বাধা
মার্চ ২, ২০২৫

ডাকাতি আতঙ্কের নাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

থামছে না ডাকাতি, রাতের আতঙ্কের নাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

নিজস্ব প্রতিবেদক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে একের পর এক ডাকাতির ঘটনা বেড়েই চলেছে। কোনোভাবেই রোধ করা যাচ্ছে না। ডাকাত দলের প্রধান টার্গেট প্রবাসীদের গাড়ি। এরপর মোটরসাইকেল চালক ও সাধারণ মানুষ। ফলে রাতে যাত্রী ও যানবাহনের চালকদের কাছে আতঙ্কের জনপদ এখন মহাসড়ক। সন্ধ্যা নামার পর মহাসড়কে চলাচলকারী যানবাহন থামিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাত দল যাত্রীদের সর্বস্ব লুটে নিয়ে যাচ্ছে।

গত তিনদিনে মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম ও সদর দক্ষিণ থানার নাকের ডগায় একই কায়দায় তিনটি দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে মিয়া বাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আগে ডাকাতির ঘটনা ঘটলেও ৫ আগস্টের পর তা বেড়েছে। বিমানবন্দর হয়ে দেশে ফেরা প্রবাসী, মোটরসাইকেলচালক ও গাড়িচালকরা বেশি ডাকাতি ও ছিনতাইয়ের শিকার হচ্ছেন। এসব ঘটনায় ঝামেলা এড়াতে মহাসড়কে ডাকাতির শিকার ব্যক্তিরা মামলা করতে চান না। অনেক সময় পুলিশও ডাকাতির ঘটনায় ছিনতাইয়ের মামলা কিংবা শুধু জিডি নিয়েই দায় শেষ করে। কিছু ঘটনায় হওয়া মামলায় ডাকাত দলের সদস্যরা ধরা পড়লেও জামিনে বেরিয়ে ফের ডাকাতিতে জড়াচ্ছে বলে জানিয়েছে পুলিশ সূত্র।

জানা যায়, শনিবার (১ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে চৌদ্দগ্রাম থানা থেকে ৫০০ গজ দূরে মহাসড়কের ফাল্গুনকরা এলাকায় বেলাল হোসেন নামে মালয়েশিয়া প্রবাসী এক তরুণের প্রাইভেটকারকে পিকআপভ্যানের মাধ্যমে চাপা দিয়ে মোবাইল ফোন, সোনা, নগদ টাকাসহ তার সর্বস্ব লুটে নেয় ডাকাত দল। তিনি ফেনীর দাগনভূঁইয়া উপজেলার শরিফপুর গ্রামের বাসিন্দা।

গত ৪৮ ঘণ্টায় একই এলাকায় একই কায়দায় এবং একই সময়ে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) কুয়েত প্রবাসী নাইমুল ইসলামের গাড়িতে হামলা চালিয়ে ডাকাত দল তার সর্বস্ব লুট করে নিয়ে যায়। তিনি চট্টগ্রামের জোরারগঞ্জ উপজেলার উত্তর সোনাপাহাড় গ্রামের আবুল খায়েরের ছেলে।

একই তারিখে রাত সাড়ে ১১টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা থেকে ৩০০ গজ দূরে মহাসড়কের মডেল মসজিদের বিপরীত পাশে ডাকাত দল পিকআপভ্যান চাপা দিয়ে মহিউদ্দিন নামে এক ব্যাংক কর্মকর্তার মোটরসাইকেল নিয়ে যায়। এ ঘটনায় তার দুই পা ভেঙে যায়। বর্তমানে তিনি কুমিল্লা নগরীর একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি রয়েছেন।

একই রাত ১০টার দিকে মহাসড়কের দাউদকান্দির বলদাখাল খিলাল ফ্যাক্টরির সামনে থেকে মোটরসাইকেল গতিরোধ করে ছিনতাইকালে ছুরিসহ আনন্দ (১৮) নামে এক ছিনতাইকারীকে আটক করে হাইওয়ে পুলিশ। এ ঘটনায় দাউদকান্দি থানায় একটি মামলা হয়েছে।

এদিকে গত ৮ ফেব্রুয়ারি রাতে মহাসড়ক লাগোয়া কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়ারবাজার মসজিদ মার্কেটের প্রীতি জুয়েলার্সে ডাকাতির ঘটনা ঘটে। প্রকাশ্যে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দোকান থেকে প্রায় ২৫ ভরি সোনা লুট করে নিয়ে যায় সাত-আটজনের ডাকাত দল। পালিয়ে যাওয়ার সময় ডাকাতের গুলিতে এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হন। তবে ব্যবসায়ীরা ধাওয়া করে কাওসার আহমেদ (৩৫) নামের এক ডাকাত সদস্যকে আটক করেন। এসময় তাদের ব্যবহৃত একটি গাড়িও জব্দ করা হয়।

ভুক্তভোগী মালয়েশিয়া প্রবাসী বেলাল হোসেন বলেন, ঈদ করার উদ্দেশ্যে ৩ বছর পর প্রবাস থেকে দেশে আসি। শুক্রবার দিবাগত রাত রাত আড়াইটায় ঢাকার বিমানবন্দর থেকে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-ঘ-২৩-৭৭০২) ভাড়া করে স্বজনদেরকে নিয়ে বাড়ির উদ্দেশে রওনা করি। দাউদকান্দি এলাকায় বিশাল যানজটে আটকা পড়ি। ভোর সাড়ে ৬টার দিকে মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার ফাল্গুনকরা এলাকায় পৌঁছালে পেছন থেকে ত্রিপল মোড়ানো একটি পিকআপ ভ্যান এসে আমাদের প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়।

এক পর্যায়ে ৭-৮ জনের ডাকাত দল পিকআপ থেকে নেমে ধারালো অস্ত্র দিয়ে প্রাইভেটকারটিতে ভাঙচুর করে অস্ত্রের মুখে জিম্মি করে ৫টি মোবাইল সেট, এক ভরি স্বর্ণ, ৩ হাজার মালেশিয়ান রিঙ্গিত, ৪টি মালামালের প্যাকেট লুট করে পালিয়ে যায়। যার আনুমানিক মূল্য ৬ লাখ টাকা। অনেক আশা করে বিদেশ থেকে দেশে এসেছি স্বজনদের সঙ্গে ঈদ করবো। কিন্তু ডাকাত দল আমার সর্বস্ব কেড়ে নিয়ে নিঃস্ব করে দিয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত ডাকাত দলের সদস্যদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

কুয়েত প্রবাসী নাইমুল ইসলাম জানান, দীর্ঘ ১৯ মাস পর বুধবার রাত ১১টায় কুয়েত থেকে ঢাকার বিমানবন্দরে অবতরণ করেন। এরপর পরিবারের সদস্যদের নিয়ে তাদের ভাড়া করা মাইক্রোবাসে (চট্ট-মেট্রো চ- ১১-২৭৮৬) বাড়ির উদ্দেশ্যে রওনা হন রাত পৌনে ১টায়। বৃহস্পতিবার ভোর ৬টা ২০ মিনিটে মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার ফাল্গুনকরা মাজার এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি পিকআপ ভ্যান বামদিক থেকে মাইক্রোবাসটিকে চাপা দেয়। এসময় মাইক্রোবাসটির চালক শাহাদাত হোসেন মাইক্রোটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে অজ্ঞাতনামা ৮-১০ জনের ডাকাত দল মুখোশ পরে হাতে ধারালো অস্ত্র নিয়ে নেমে দরজা জানালা ভাঙচুর করে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাস থেকে আনা মূল্যবান মালামালের তিনটি কার্টন, একটি হ্যান্ড লাগেজ, দুই ভরি স্বর্ণ, নগদ টাকা ও দুইশো কুয়েতি দিনার লুট করে পালিয়ে যায়।

আহত ব্যাংক কর্মকর্তা মহিউদ্দিনের ছোট ভাই শাহীন বলেন, ভাইয়া বৃহস্পতিবার কুমিল্লা শহর থেকে চৌদ্দগ্রামে বাড়ির উদ্দেশে রওনা দেন। রাত সাড়ে ১১টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা মডেল মসজিদ সংলগ্ন এলাকায় পৌঁছালে ডাকাত পিকআপভ্যান দিয়ে তাকে চাপা দেয়। এতে সড়কে পড়ে গিয়ে তার দুইটি পা ভেঙে যায়। এক পর্যায়ে ডাকাত দল তার মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। শনিবার (১ মার্চ) সকালে এ ঘটনায় সদর দক্ষিণ থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে।

কুমিল্লার ইলিয়টগঞ্জ এলাকার মাইক্রোবাসচালক সাদেকুর রহমান বলেন, মহাসড়কে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় চালকদের জীবন হুমকির মুখে পড়ছে। কারণ ডাকাত দল যাত্রীদের সর্বস্ব নিয়ে পালানোর সময় কৌশলে চালকদেরই অপরাধী বানাচ্ছে। এতে চালকরা বিনা অপরাধে আইনি ঝামেলার শিকার হচ্ছে। আমরা নিরাপদ মহাসড়ক চাই এবং পুলিশি হয়রানি থেকে বাঁচতে চাই।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর এলাকার মো. সাগর মজুমদার জানান, মহাসড়কের উপজেলার পল্লিবিদ্যুৎ ইউটার্ন থেকে উপজেলা ইউটার্ন পর্যন্ত ৫ আগস্ট থেকে দিনে-রাতে বহু ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। দিনের বেলায় ছিনতাই করা হয় এবং রাতে ঘটছে মোটরসাইকেলসহ ডাকাতির ঘটনা।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহাম্মেদ বলেন, শনিবার ভোরে ডাকাতির ঘটনায় প্রাইভেটকার চালক জাবেদ খানকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবারের ঘটনায় প্রবাসী নাইমুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযুক্তদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

rr
rr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *