সাবেক ডিজিএফআই প্রধানের বাসা থেকে আড়াই কোটি টাকা উদ্ধার
মার্চ ২, ২০২৫
ভারতকে আড়াইশর মধ্যেই আটকাল নিউজিল্যান্ড
মার্চ ২, ২০২৫

বৈষম্যবিরোধী আন্দোলনের নেতার চাঁদা দাবি, কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব প্রতিবেদক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর কমিটির মুখপাত্র নাহিদ হাসান খন্দকারের চাঁদা দাবির একটি ভিডিও ভাইরাল হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর এবার তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সংগঠনটি।

শনিবার (১ মার্চ) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর কমিটির মুখ্য সংগঠক আলী মিলনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

নোটিশে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি রাত ১১টায় অবৈধ বালু উত্তোলনের ঘটনাকে কেন্দ্র করে চাঁদাবাজির অভিযোগের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ বিষয়কে কেন্দ্র করে বৈষমবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের সংশ্লিষ্টতার প্রশ্ন ওঠে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোনো প্রকার অবৈধ কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না। তাই কেন নাহিদ খন্দকারের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে তার কাছে তিন দিনের মধ্যে লিখিত জবাব চাওয়া হয়েছে।

এ দিকে চাঁদা দাবির ভিডিওর পর এবার নাহিদ হাসান খন্দকারের অডিও কল রেকর্ডও ভাইরাল হয়েছে। শনিবার রাতে নাহিদের সঙ্গে নগরীর গ্রীন সিটি ইকোপার্কের প্রকল্প ব্যবস্থাপক বেলাল হোসেনের চারটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এসব কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুরের মুখপাত্র নাহিদ হাসান খন্দকারকে নিয়ে সমালোচনার ঝড় উঠে।

এ বিষয়ে জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহম্মেদ ইমতি বলেন, যে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া যাচ্ছে সেটি নিয়ে আমাদের টিম তদন্ত করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কেউ তাকেসহ এই প্ল্যাটফর্মকে প্রশ্নবিদ্ধ করার জন্য এমন ঘটনা ঘটিয়েছে। ইতোমধ্যেই লক্ষ্য করা যাচ্ছে, বাংলাদেশের নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের পেজে এসব বেশি প্রচারণা করা হচ্ছে। এসব আমাদের কাছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তৈরি বলে মনে হচ্ছে। তবে তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হচ্ছে সেটির প্রেক্ষিতে আমরা শোকজের মাধ্যমে তার জবাব জানতে চেয়েছি এবং এ নিয়ে তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে কোরাম মিটিংয়ের মাধ্যমে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত বছরের ২৪ নভেম্বর রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রংপুর মহানগরের ১১২ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়। এতে রংপুর ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের রংপুর মহানগরের সাবেক সভাপতি নাহিদ হাসান খন্দকারকে মুখপাত্র করা হয়।

rr
rr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *