হিযবুত তাহরীর সভা-সমাবেশ করলে ব্যবস্থা: ডিএমপি
মার্চ ৬, ২০২৫

নিজের হাতে আইন তুলে নেওয়া যাবে না: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক
পুলিশকে পুলিশের কাজ করতে দিতে হবে জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনিসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নিজের হাতে আইন তুলে নেওয়া যাবে না।

বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটর এলাকায় ‘গণমানুষের ইফতার’ আয়োজনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, সমাজে নানারকম অস্থিরতা দেখতে পাচ্ছি। আইন শৃঙ্খলা পরিস্থিতিও আকাঙ্ক্ষা অনুযায়ী উন্নয়ন ঘটেনি। পুলিশকে অবশ্যই সক্রিয় হতে হবে। পুলিশের কাজটা পুলিশকেই করতে দিতে হবে। আমরা নিজেরা কেউ আইন হাতে তুলে নেব না।তিনি বলেন, সুখ-দুঃখ সবকিছুই জনগণের সঙ্গে ভাগাভাগি করে নেব। আমরা একসঙ্গে রাজপথে ছিলাম, ভবিষ্যৎও একসঙ্গে হবে। একসঙ্গে লড়াই করেই আমরা বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে যাব।

এনিসিপির আহ্বায়ক বলেন, আমাদের প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে শান্তি, সম্প্রীতি ও সহনশীলতার চর্চা করতে হবে। দেশের  সমৃদ্ধির জন্য সবাই মিলেই সময়টা কাজে লাগাতে হবে।

এ সময় রমজানে দ্রব্যমূল্য আরও নিয়ন্ত্রণে রাখতে, মানুষ স্বস্তিতে ঈদের বাজার করতে পারেন, নিরাপদে বাসায় ফিরতে পারেন, সড়কে নিরাপদ থাকেন- এই বিষয়গুলো সরকার নিশ্চিত করবে বলেও প্রত্যাশা করেন নাহিদ ইসলাম।

rr
rr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *