অদম্য নারী পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা
মার্চ ৮, ২০২৫
চলন্ত কমিউটার ট্রেনে আগুন
মার্চ ৮, ২০২৫

বনশ্রীর সেই স্বর্ণ লুটের ঘটনায় গ্রেপ্তার ৬

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ লুটের চাঞ্চল্যকর ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেইসঙ্গে লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধারের পাশাপাশি তাদের কাছে থাকা অবৈধ অস্ত্রও জব্দ করা হয়েছে।

শনিবার (৮ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ডাকাতির চাঞ্চল্যকর ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় খোয়া যাওয়া স্বর্ণ ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আজ দুপুর সোয়া ১২টার দিকে ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিং করবেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

এর আগে, গত ২৩ ফেব্রুয়ারি রাতে দোকান বন্ধ করে বনশ্রীর ডি ব্লকের বাসায় ফেরার সময় ব্যবসায়ী আনোয়ারকে গুলি করে নগদ টাকাসহ প্রায় ২০০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। সেই ঘটনার ১৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি করে।

এরপর থেকে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে অসছিলেন বনশ্রীর সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা।

rr
rr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *