মাগুরার সেই শিশুর শারীরিক অবস্থার অবনতি
মার্চ ৮, ২০২৫
গুলিয়াখালী সৈকতে ঘুরতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার কলেজছাত্রী
মার্চ ৮, ২০২৫

‘সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি-দখলবাজি করলে পুলিশে ধরিয়ে দিন’

নিজস্ব প্রতিবেদক
সমন্বয়ক পরিচয়ে কেউ চাঁদাবাজি-দখলবাজি করলে পুলিশে ধরিয়ে দিতে আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

শনিবার (৮ মার্চ) সংগঠনটির ফেসবুকে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানানো হয়।

এতে বলা হয়, সমন্বয়ক পরিচয়ে কিংবা বৈষম্যবিরোধী ব্যানারের পরিচয়ে কেউ চাঁদাবাজি, দখলবাজি করতে গেলে পুলিশে ধরিয়ে দিন।

এর আগে, শুক্রবার এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এখন আর আগের জায়গায় নেই। সেখান থেকে একটি ছাত্র সংগঠন ও রাজনৈতিক দল তৈরি হয়েছে। ফলে বৈষম্যবিরোধী অথবা সমন্বয়ক পরিচয়ের কোনো অস্তিত্ব এখন নেই।

এ অবস্থায় কেউ বৈষম্যবিরোধী বা সমন্বয়ক পরিচয় ব্যবহার করে অপকর্ম করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বানও জানান তিনি।

নাহিদের এমন বক্তব্যের পরেই ফেসবুকে একটি স্ট্যাটাস দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। সেখানে তিনি লেখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটি বিলুপ্ত করার কোনো সিদ্ধান্ত হয়নি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশীদার ছাত্রদের সবাই নতুন রাজনৈতিক দল বা নতুন ছাত্র সংগঠনে যুক্ত হয়নি। অংশীদারদের আলোচনা ছাড়া প্ল্যাটফর্ম বিলুপ্ত হবে না। তাই বিভ্রান্ত না হওয়ার অনুরোধ রইল।

 

rr
rr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *