নিজস্ব প্রতিবেদক
নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
রোববার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এই সমাবেশ করেন তারা।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরিন, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা প্রমুখ।
এর আগে গত বুধবার এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক বলেছিল, গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে নারীর প্রতি যৌন নিপীড়ন, হয়রানি, হিংসা–বিদ্বেষসহ বিভিন্ন ধরনের নিপীড়নের ঘটনা বেড়ে চলেছে। নারীরা সমাজের বিভিন্ন স্তরে নানাভাবে হেয়প্রতিপন্ন হচ্ছেন। এমন অবস্থায় প্রতিটি নিপীড়ন ও অন্যায্যতার সুষ্ঠু তদন্ত, বিচার এবং শাস্তি দিতে হবে।
এদিকে, দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল মধ্যরাতে রাস্তায় নেমে এসে বিক্ষোভ করেন। বিক্ষোভে মাগুরায় আট বছরের শিশুকে ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তির দাবিসহ নারী ও শিশুর প্রতি সহিংসতার বিচারের দাবি জানান শিক্ষার্থীরা।
এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেগম রোকেয়া হলের সামনে মশাল মিছিল করেন শিক্ষার্থীরা। তখন ধর্ষণের ঘটনায় ন্যায়বিচার, দোষীদের সর্বোচ্চ শাস্তি ও সারা দেশে নারীদের নিরাপত্তার দাবি জানান তারা।
অপরদিকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা ভোররাত ২টা ৪৫ মিনিটের দিকে ক্যাম্পাসে বিক্ষোভ করেন।
এর আগে, সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশজুড়ে ক্রমবর্ধমান ধর্ষণের ঘটনার প্রতিবাদে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ করেন। সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে সন্ধ্যা সোয়া ৭টায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বেশ কয়েকটি পথ ঘুরে এসে একই স্থানে শেষ হয়। মিছিলের পর সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।