‘মব জাস্টিস’ আতঙ্ক
মার্চ ১০, ২০২৫
ঈদে চলবে ৫ জোড়া বিশেষ ট্রেন
মার্চ ১০, ২০২৫

ধর্ষণের বিচার চাইলেন শাকিব খান

নিজস্ব প্রতিবেদক
মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির জন্য বিচার চাইলেন দেশ সেরা চিত্রনায়ক শাকিব খান। রোববার (৯ মার্চ) দুপুরে ফেসবুকে হ্যাশট্যাগ দিয়ে একটি পোস্ট দেন তিনি। তাতে শাকিব খান লিখেন, “জাস্টিস ফর আছিয়া, উই ওয়ান্ট জাস্টিস।”

মাগুরায় ৮ বছরের শিশু বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বোনের শ্বশুরের দ্বারা ধর্ষণের শিকার হয়। গত ৬ মার্চ রাতে এ ঘটনা ঘটে। শিশুটির শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন। এ ঘটনায় দেশজুড়ে ক্ষোভ বিরাজ করছে।

সাধারণ মানুষের পাশাপাশি এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরাও। ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খানও বিচার চাইলেন। দুই ঘণ্টার মধ্যে তার এ পোস্টে রিঅ্যাক্ট পড়েছে ৯৪ হাজার। মন্তব্য পড়েছে ৪ হাজারের বেশি।

ভক্ত-অনুরাগী ছাড়াও চলচ্চিত্রের অনেকে মন্তব্য করে সহমত পোষণ করেছেন। চিত্রনায়িকা পলি লেখেন, “উই ওয়ান্ট জাস্টিস।” তা ছাড়াও অভিনেতা এল আর খান সীমান্ত, নির্মাতা তপু খানসহ অনেকে মন্তব্য করেছেন।

সম্প্রতি মুক্তি পেয়েছে শাকিব খানের ঈদের সিনেমা ‘বরবাদ’-এর টিজার। সিনেমাটিতে তার লুক প্রকাশের পর থেকেই আলোচনায় শাকিবের নতুন এই সিনেমা। পরে ১ মিনিট ৪৪ সেকেন্ড দৈর্ঘ্যের টিজারের সংলাপগুলোও পছন্দ করেছেন শাকিব ভক্তরা।

‘বরবাদ’ সিনেমার টিজারে শাকিবকে পাওয়া গেছে বেশ কয়েকটি লুকে। টিজার দেখে ধারণা করা হচ্ছে, প্রেম আর প্রতিশোধের গল্প হতে যাচ্ছে ‘বরবাদ’। দারুণ সব অ্যাকশন দৃশ্যের হাতছানি রয়েছে সিনেমাটিতে। এতে পশ্চিমবঙ্গের অভিনেতা যীশু সেনগুপ্তও অভিনয় করেছেন। তার লুক, এক্সপ্রেশন দেখে অনেকেই মন্তব্য করছেন— এবার জমজমাট লড়াই হবে।

শাকিব, যীশু ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন ইধিকা পাল, মানব সচদেব, মিশা সওদাগর প্রমুখ। জানা গেছে, সিনেমাটির একটি আইটেম গানে পারফর্ম করেছেন কলকাতার নায়িকা নুসরাত জাহান। বড় অংশের শুটিং হয়েছে ভারতের মহারাষ্ট্রে।

rr
rr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *