২৯ ঘণ্টা পর শাবি উপাচার্যের বাসভবনে বিদ্যুৎ সংযোগ সচল
জানুয়ারি ২৫, ২০২২
ওমিক্রনে আক্রান্ত হলে কয়দিনের মধ্যে উপসর্গ দেখা দেয়?
জানুয়ারি ২৫, ২০২২

ক্যামেরুনে স্টেডিয়ামে পদপিষ্ট হয়ে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক:
ক্যামেরুনে আফ্রিকা নেশন্স কাপের ম্যাচ দেখতে গিয়ে স্টেডিয়ামের বাইরে প্রচণ্ড ভিড়ে পদপিষ্ট হয়ে ছয়জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন।

ভিডিও ফুটেজে দেখা যায়, ফুটবলভক্তরা রাজধানী ইয়াউন্ডের পল বিয়া স্টেডিয়ামে প্রবেশ করতে প্রচণ্ড ধাক্কাধাক্কি করছেন।

ক্যামেরুনের মধ্যাঞ্চলের গভর্নর নাসেরি পল বিয়ার বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানায়, হতাহত আরও বাড়তে পারে।

অন্য একটি প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় বহু শিশু নিখোঁজ হয়েছে।

স্টেডিয়ামটির ধারণ ক্ষমতা ৬০ হাজার দর্শকের কিন্তু করোনা বিধিনিষেধের কারণে ৮০ শতাংশের বেশি পূর্ণ করায় নিষেধাজ্ঞা ছিল।

ম্যাচ সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ৫০ হাজার মানুষ খেলা দেখতে স্টেডিয়ামে ঢুকতে চাচ্ছিলেন।

দেশটির রাষ্ট্রীয় টিভি চ্যানেল সিআরটিভি জানায়, ছয়জনের মৃত্যু এবং বহু মানুষ আহত হয়েছে।

হাসপাতালের সেবিকা অলিঙ্গা প্রুডেন্স এপিকে বলেন, আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ) এক বিবৃতিতে জানায়, এ ঘটনার তদন্ত চলছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এ ঘটনা সত্ত্বেও ক্যামেরুন ও কোমোরোসের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে এবং এতে স্বাগতিকরা ২-১ গোলে জয় পেয়েছে।

সূত্র: বিবিসি

সিটিনিউজ সেভেন ডটকম//আর//

rr
rr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *