এবার গুগল থেকে রুশ মিডিয়ার আয়ের পথ বন্ধ

প্রযুক্তি ডেস্ক:
সোশ্যাল জায়ান্ট ফেসবুকের পর, এবার টেক জায়ান্ট গুগল রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের ওপর বিধিনিষেধ করেছে। এই বিধিনিষেধের ফলে গুগল থেকে কোনো আয় করতে পারবে না রাশিয়ার সরকারি মিডিয়া প্রতিষ্ঠানগুলো।

বার্তা সংস্থা রয়টার্সকে গুগলের মুখপাত্র মাইকেল অ্যাসিম্যান জানিয়েছেন, রাশিয়ার সরকারি মালিকানাধীন সব মিডিয়ার বিজ্ঞাপন চালানো গুগলে বন্ধ করে দেওয়া হয়েছে। রাশিয়ার এসব মিডিয়া প্রতিষ্ঠানগুলো গুগল টুলের মাধ্যমে বিজ্ঞাপন কিনতে এবং ইউটিউব, গুগল সার্চ ও জিমেইলের মতো গুগলের কোনো পরিষেবাগুলোতে বিজ্ঞাপন দিতে পারবে না।

গুগলের মুখপাত্র আরও বলেন, বিদ্যমান পরিস্থিতির প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজন দেখা দিলেও আরও কঠোর পদক্ষেপ নেবে গুগলের প্যারেন্ট কোম্পানি আলফাবেট।

এর আগে গুগলের ইউটিউব বিভাগের পক্ষ থেকে বলা হয়, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সাম্প্রতিক নিষেধাজ্ঞার আওতায় থাকা রাশিয়ার বেশ কিছু ইউটিউব চ্যানেলসহ অন্যান্য চ্যানেলের মনিটাইজেশন বন্ধ করা হয়েছে।

তার আগে ফেসবুক কর্তৃপক্ষ মেটা জানায়, তাদের প্ল্যাটফর্মে রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়াগুলোর বিজ্ঞাপন ও আয়ের পথ বন্ধ করে দেওয়া হয়েছে।

সিটিনিউজ সেভেন ডটকম//আর//

rr
rr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বেলারুশে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে সম্মত ইউক্রেন
ফেব্রুয়ারি ২৭, ২০২২
চিকেন মাঞ্চুরিয়ান তৈরির রেসিপি
ফেব্রুয়ারি ২৭, ২০২২