প্রাক-প্রাথমিকের ক্লাস ১৫ মার্চ থেকে

স্টাফ রিপোর্টার:
করোনার কারণে দুই বছর বন্ধ থাকার পর আগামী ১৫ মার্চ থেকে প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের ক্লাস শুরু হচ্ছে।

সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রাথমিকভাবে সপ্তাহে দুদিন (রবি ও মঙ্গলবার) ক্লাস হবে। সভায় মন্ত্রণালয়ের সচিব আমিনুল ইসলাম খান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মো. মনসুরুল আলম, অতিরিক্ত সচিব রুহুল আমিন, মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শ্রেণিকক্ষে সরাসরি পাঠদান শুরু হয়।

সিটিনিউজ সেভেন ডটকম//আর//

rr
rr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এবার বেড়েছে আলুর দাম
মার্চ ১০, ২০২২
৫৩ দিনের বিশ্রাম, যেসব ম্যাচে খেলা হবে না সাকিবের
মার্চ ১০, ২০২২