ধর্ম ডেস্ক:
অনেকেই এমন আছেন, অসুস্থতার কারণে রমজানের রোজা রাখতে পারেন না; কিন্তু ইতেকাফ করতে সক্ষম। এমন ব্যক্তি রমজানের শেষ দশকের সুন্নত ইতেকাফ করতে পারবেন কি-না? তা অনেকেরই অজানা।
এর সমাধান হলো, ওই ব্যক্তি রমজানের শেষ দশকের সুন্নত ইতেকাফ আদায় করতে পারবেন না। যদি আদায় করেন, তাহলে তা নফল বলে গণ্য হবে; সুন্নত হিসেবে নয়। কারণ, রমজানের শেষ দশকের এতেকাফের জন্য রোজা রাখা শর্ত।
(সূত্র : রদ্দুল মুহতার : ২/৪৪২, ফতোয়ায়ে মাহমুদিয়া : ১০/২২০, ফতোয়ায়ে মুফতি মাহমুদ : ৩/৫১৯)।
সিটিনিউজ সেভেন ডটকম//আর/