সৌদিতে করোনার টিকা পাবে পাঁচ বছরের শিশুরাও

আন্তর্জাতিক ডেস্ক:
সৌদি আরবে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদেরও করোনা টিকা দেয়ার অনুমোদন দেওয়া হয়েছে। গত ৬ এপ্রিল দেশটির খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ এমন অনুমোদন দিয়েছে বলে জানা গেছে।
দেশটিতে চলমান করোনা প্রতিরোধী ব্যবস্থাগুলোর মধ্যে নতুন মাত্রা যুক্ত করেছে এই সিদ্ধান্তটি। এই অনুমোদনে ফলে সৌদি আরবের ১২ বছরের চেয়ে কম বয়সী শিশুরাও করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকবে।

এ বিষয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের মডার্নার করোনার টিকা প্রদান করা সম্ভব হবে। এতে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে যে কোনো বিনোদনমূলক স্থান-সর্বত্র সুরক্ষিত থাকবে শিশুরা।

এমন এক সময় এই অনুমোদন দেয়া হয়েছে, যখন দেশটি মহামারির অর্থনৈতিক প্রভাব কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে। এখন শিশু-কিশোররা যাতে সামাজিক কার্যক্রমে অংশ নিতে পারে তা নিশ্চিত করতে পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি কর্তৃপক্ষ। এর আগে তাদের নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে। সূত্র: আরব নিউজ

সিটিনিউজ সেভেন ডটকম//আর/

rr
rr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাজেক যাচ্ছেন রাষ্ট্রপতি, ৬দিন সব রিসোর্ট বন্ধ
এপ্রিল ২৯, ২০২২
যুব মহিলা পার্টির আত্মপ্রকাশ
এপ্রিল ২৯, ২০২২