স্টাফ রিপোর্টার:
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম জানিয়েছেন যেসব এলাকায় চুরি-ছিনতাইয়ের ঘটনা ঘটেছে সেগুলো বিচ্ছিন্ন ঘটনা। এ বছর ডিএমপি আগে থেকে প্রতিরোধ ব্যবস্থা নেওয়ায় ঈদের ছুটিতে চুরি-ছিনতাই বাড়েনি।
বুধবার (৪ মে) ঈদকে কেন্দ্র করে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জানতে চাইলে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেন, গেলো রমজানে ডিএমপির অভিযানে প্রায় দুই শতাধিক ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। বড় কোনও ইনসিডেন্ট নেই। এর ধারাবাহিকতায় ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি কিংবা ছিনতাইয়ের ঘটনা এবার অনেক কমানো সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, ঈদের ছুটিতে ডিএমপির অন্তত ৫০টি থানার প্রতিটিতে ১০টি করে মোবাইল টিম টহল দিচ্ছে। এছাড়া সিসিটিভি ক্যামেরার ফুটেজও পর্যবেক্ষণ করা হচ্ছে।
এদিকে ঈদের ছুটিতে রাজধানীর বিভিন্ন এলাকার বাসাগুলোতে একের পর এক চুরির ঘটনা ঘটছে। মঙ্গলবার (৩ মে) রাতে হাতিরঝিলের মহানগর প্রজেক্টের এক বাসায় জানালার গ্রিল কেটে চুরির ঘটনা ঘটে। এর রেশ কাটতে না কাটতে বুধবার (৪ মে) রাতে ধানমন্ডির এক বাসায় চুরির অভিযোগ পাওয়া গেছে।
সিটিনিউজ সেভেন ডটকম//এফ//