সেনেগালের হাসপাতালে অগ্নিকাণ্ড, ১১ নবজাতকের মৃত্যু

আন্তজার্তিক ডেস্ক:
সেনেগালের একটি সরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডে ১১ নবজাতকের মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এক টুইটার বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট মেকি সেলি।
ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, বুধবার (২৫ মে) দিনগত মধ্যরাতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। দ্রুত ঘটনাস্থলে ফায়ারসার্ভিস ও উদ্ধারকর্মীরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

মেকি সেলি তার টুইটে জানান, সরকারি একটি হাসপাতালের নবজাতক বিভাগে অগ্নিকাণ্ডে ১১টি নবজাতকের মৃত্যুর সংবাদ আমি জানতে পেরেছি, যা আমাকে বেদনা দিয়েছে ও হতাশ করেছে। এ ঘটনায় নবজাতকগুলোর মা ও পরিবারের সদস্যদের আমি অন্তরের গভীর থেকে সহানুভূতি জানাচ্ছি।
এক রাজনীতিবিদের বরাতে এনওয়াই পোস্টের খবরে বলা হয়েছে, পশ্চিমাঞ্চলীয় তিভাউন শহরের মামে আব্দু আজিজ সাই ডাবাক হাসপাতালের নিওনেটাল ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। শর্ট সার্কিট আগুনের সূত্রপাত হয় বলে উল্লেখ করেছেন ওই রাজনীতিবিদ। তিনি জানান, আগুন দ্রুত হাতপাতালে ছড়িয়ে পড়ে।
এদিকে শহরের মেয়র দেম্বা দিওপ জানিয়েছেন, মাত্র তিনটি শিশুকে আগুন থেকে রক্ষা করা গেছে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সম্প্রতি হাসপাতালটি নতুনভাবে সাজিয়ে চালু করা হয়।
প্রসঙ্গত, গত এপ্রিলের শেষের দিকেও অগ্নিকাণ্ডে চার নবজাতকের মৃত্যু হয়। সেনেগালের উত্তরাঞ্চলীয় শহর লিঙ্গুরির একটি হাসপাতালে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সিটিনিউজ সেভেন ডটকম//আর//

rr
rr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

লিবিয়ার বন্দিদশা থেকে দেশে ফিরছেন ১৬০ জন
মে ২৬, ২০২২
পুতিন ছাড়া আর কারো সঙ্গে আলোচনা করব না : জেলেনস্কি
মে ২৬, ২০২২