সারাদেশে বন্যায় পানিতে ডুবে ৬৮ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার:
সারাদেশে বন্যায় সবচেয়ে বেশি ৬৮ জনের মৃত্যু হয়েছে পানিতে ডুবে।

শুক্রবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ১৭ মে থেকে ১ জুলাই দুপুর পর্যন্ত সারাদেশে বন্যায় ১০ হাজার ২০৯ জন নানা রোগে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৯৫ জনের। নিহতদের মধ্যে- ডায়রিয়ায় একজন, বজ্রপাতে ১৫ জন, সাপের কামড়ে দুইজন, পানিতে ডুবে ৬৮ জন এবং অন্যান্য কারণে নয় জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মৃতদের মধ্যে সিলেট বিভাগে ৫৬ জন, রংপুর বিভাগে পাঁচজন, ময়মনসিংহ বিভাগে ৩৩ জন এবং ঢাকা বিভাগে একজন রয়েছেন। জেলাভিত্তিক সুনামগঞ্জে ২৮ জন, সিলেটে ১৮ জন, নেত্রকোনায় ১১ জন, জামালপুরে ৯ জন, ময়মনসিংহে ৬ জন, শেরপুরে ৭ জন, কুড়িগ্রাম চারজন, হবিগঞ্জ পাঁচজন, মৌলভীবাজারে পাঁচজন এবং লালমনিরহাট ও টাঙ্গাইলে একজন করে মারা গেছেন।

 

সিটিনিউজ সেভেন ডটকম//আর//

rr
rr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

করোনায় আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ১৮৯৭
জুলাই ১, ২০২২
গ্রীষ্মেই ইউরোপে বাড়বে সংক্রমণ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘র সতর্কতা
জুলাই ২, ২০২২