আজ ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
জুলাই ৪, ২০২২
শেরপুরে প্রেমিকের ছুরিকাঘাতে প্রেমিকা খুন
জুলাই ৪, ২০২২

‘মিস ইন্ডিয়া’ মুকুট জিতলেন সিনি

‘মিস ইন্ডিয়া’ মুকুট জিতলেন সিনি

বিনোদন ডেস্ক:
‘মিস ইন্ডিয়া ২০২২’ প্রতিযোগিতায় শিরোপা জিতেছেন ভারতের কর্ণাটকের সিনি শেট্টি। এবারের আসরে প্রথম রানার-আপ হয়েছেন রাজস্থানের রুবাল শেখাওয়াত এবং দ্বিতীয় রানার-আপ হলেন উত্তর প্রদেশের শিনাতা চৌহান।

ভারতের নানা প্রান্ত থেকে বাছাই করা ৩১ জন প্রতিযোগীকে নিয়ে মুম্বইয়ে শুরু হয় ‘মিস ইন্ডিয়া’র মূল আসর। প্রতিযোগিতা চলাকালে তাদের নানান প্রশিক্ষণ দেওয়া হয়। তবে সবাইকে পেছনে ফেলে বিজয়ের হাসি হেসেছেন ২১ বছর বয়সী সিনি।

মিস ইন্ডিয়ার এবারের আসরে বিচারকদের প্যানেলে ছিলেন নেহা ধুপিয়া, মালাইকা অরোরা, ডিনো মোরিয়া, মিতালি রাজের মতো তারকারা।

প্রসঙ্গত, ‘মিস ইন্ডিয়া ২০২২’-এর বিজয়ী সিনি মাত্র চার বছর বয়স থেকে নাচ শেখা শুরু করেন। ইতোমধ্যে তিনি অ্যাকাউন্টিং ও ফিন্যান্সে স্নাতক সম্পন্ন করেছেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

সিটিনিউজ সেভেন ডটকম//আর//

 

rr
rr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *