ফের বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম
আগস্ট ২৩, ২০২২
বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ও শনাক্ত আরও বেড়েছে
আগস্ট ২৫, ২০২২

২৭৪ যাত্রী নিয়ে মাঝ আকাশে কারিগরি ত্রুটিতে বিমান

স্টাফ রিপোর্টার:
উড্ডয়নের ঘণ্টা দুয়েক পর ভারতের আকাশ থেকে কারিগরি ত্রুটির কারণে ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিজি-৩২৫ নামের ঐ ফ্লাইটটিতে ২৭৪ যাত্রী ছিলেন বলে জানা গেছে।

জানা গেছে, কাতারের উদ্দেশে সোমবার রাত পৌনে ৭টায় ঢাকা থেকে উড্ডয়ন করে বিমানের বিজি-৩২৫ ফ্লাইটটি। এটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার দিয়ে পরিচালিত হচ্ছিল। ভারতের আকাশে কারিগরি ত্রুটি দেখা দিলে তাৎক্ষণিক ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন পাইলট। প্রায় ২ ঘণ্টা আকাশে উড়ে ২৭৪ যাত্রী নিয়ে ফ্লাইটটি নিরাপদে ঢাকায় অবতরণ করে।

এদিকে ফ্লাইটটি ফিরে আসার বিষয়ে শুধু কারিগরি ত্রুটির কথা উল্লেখ করেছে বিমান। তবে জানা গেছে, পাইলটের সামনের কাচ ক্ষতিগ্রস্ত হওয়ায় ফ্লাইটটি নিয়ে দেশে ফেরার সিদ্ধান্ত নেন তিনি।

ঐ ফ্লাইটের এক যাত্রী শেখ মোহাম্মদ সাজিদ তার ফেসবুকে লিখেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে বেঁচে ফিরলাম। ঢাকা থেকে দোহা যাওয়ার পথে আমাদের বিমানে সমস্যা শুরু হয়। পরে আমরা ঢাকা ফিরে আসতে বাধ্য হই। আল্লাহর রহমতে ২৭৪ জনের প্রাণ রক্ষা পেল।

বিমানের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, ঐ ফ্লাইটের যাত্রীদের নিয়ে বিমানের বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার এয়ারক্রাফটটি রাত সাড়ে ১১টায় কাতারের উদ্দেশে রওনা হয়। স্থানীয় সময় মধ্যরাত সোয়া ১টায় ফ্লাইটটি কাতারের দোহা বিমানবন্দরে অবতরণ করে।

সিটিনিউজ সেভেন ডটকম//আর//

rr
rr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *