বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ও শনাক্ত আরও বেড়েছে
আগস্ট ২৫, ২০২২
আজ কোথায় কখন লোডশেডিং
আগস্ট ২৫, ২০২২

বাম জোটের হরতালে সাড়া নেই

জ্বালানি তেল, ইউরিয়া সার, পরিবহন ভাড়া ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা আধা বেলা হরতাল চলছে। তবে রাজধানীর বিভিন্ন এলাকায় ছোট আকারে হরতালে সমর্থনে মিছিল ও প্রতিবাদ সভা করা হলেও সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল ৬টা থেকে শুরু হয়ে এ হরতাল চলবে দুপুর ১২টা পর্যন্ত।

সকাল ৭টার পর রাজধানীর শাহবাগ মোড়ে মিছিল নিয়ে আসেন হরতাল সমর্থকরা। তবে পুলিশের বাধায় কিছুক্ষণ পর তারা শাহবাগ মোড় ত্যাগ করেন।

বাম গণতান্ত্রিক জোটের নেতারা জানান, পল্টন মোড়সহ আশপাশের এলাকায় নেতাকর্মীরা সমবেত হয়ে পিকেটিং ও প্রচারণা চালাচ্ছেন।

এদিকে, বায়তুল মোকাররম, জিরো পয়েন্ট, গুলিস্তান, প্রেস ক্লাবসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অফিসগামী মানুষের কারণে যানবাহনের চাপ লক্ষ করা গেছে। এ ছাড়া দোকানপাট-মার্কেট খুলতে শুরু করেছেন ব্যবসায়ীরা।

যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানীর বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

 

সিটিনিউজ সেভেন ডটকম//আর//

rr
rr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *