মো: মেহেবুব হক:
আত্মবিসর্জনের মায়ায় নিবেদিত আত্মবিস্মৃত মন বারে বারে
উঁকি দেয় অনাগত সময়ের অন্তহীন দিগন্তে
খুঁজে পেতে চায় এক পশলা শান্তির পরশ
লয়ে যেতে চায় স্থূল বৈষয়িকতার জটিল অঙ্ক।
তবুও মাঝে মাঝে আলেয়ার উদ্ভ্রান্ত ঝলকানিতে
কল্পনাচারী মনের ছোট্ট কুটিরে বাসনার ফুল ফোটে
লাগামহীন চাওয়া-পাওয়ার অনন্ত সমুদ্রে কামনার ঢেউ ওঠে
অপ্রাপ্তির ভাবনায় প্রাপ্তির উল্লাস ম্লান হয়ে যায় বহমান সময়ের
চৌহদ্দিতে।