সান্ধ্যকালীন ব্যাংকিং বন্ধের নির্দেশ
সেপ্টেম্বর ৬, ২০২২
বঙ্গবন্ধু আমাদের জন্য আইকনিক : জয়শঙ্কর
সেপ্টেম্বর ৮, ২০২২

জেলায় জেলায় ঘুরে নানা কৌশলে চুরি করতেন ৪ বোন

স্টাফ রিপোর্টার:
রাজধানীতে একটি ফ্ল্যাটে চুরির অভিযোগে চার নারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর উত্তরার পশ্চিম থানার ১২নং সেক্টর থেকে তাদের আটক করা হয়।

আটক চার নারী হলেন- মোসা. আকলিমা খাতুন (২২), মুন্নি আক্তার (২০), তামান্না আক্তার (২২) এবং পিয়ারা খাতুন (২৫)। এদের মধ্যে মুন্নি ও তামান্না আপন বোন। বাকি দু’জন তাদের চাচাতো ও ফুফাতো বোন। তারা সবাই ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, ওই চার নারী সম্পর্কে পরস্পরের বোন। জেলায় জেলায় ঘুরে নানা কৌশলে মানুষের বাসায় ঢুকে চুরি করেন তারা। এর আগেও একই অপরাধে তাদেরকে আটক করা হয়। তাদের প্রত্যেকের বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে।

এ ব্যাপারে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, ‘আটক চারজন বিভিন্ন জেলায় ঘুরেন। তারা বিভিন্ন বাসায় গৃহকর্মী হিসেবে কাজ খোঁজার বাহানায় ঢুকেন। এরপর সুযোগ বুঝে চুরি করে পালিয়ে যান।’

তিনি আরও জানান, ‘যেহেতু চুরি করেই তারা অন্য জেলায় পালিয়ে যায়, তাই তাদের শনাক্ত করতে বেশ বেগ পেতে হয়। সকালে তারা একটি বাসায় চুরি করতে গেলে হাতেনাতে তাদের আটক করা হয়।’

সিটিনিউজ সেভেন ডটকম//আর//

 

rr
rr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *