রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর দুর্গাপুরে হনুফা বেগম (৫০) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে দুর্গাপুরের আলীপুর গ্রামে নির্জন জায়গায় আমগাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
হনুফা বেগম উপজেলার আলীপুর ছাতনী পাড়ার গ্রামের বাসিন্দা।
জানা যায়, শনিবার সন্ধ্যার আগে আম গাছে বাড়ির লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। সবার অজান্তেই আম গাছের ডালে গলায় ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিবারের দাবির প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তদন্তপূর্বক পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।
সিটিনিউজ সেভেন ডটকম//আর//