স্টাফ রিপোর্টার:
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রোববার (৩০ অক্টোবর) রাতে নড়াইল সদর হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত শেখ ফজলুল হক রোমান নড়াইলের নড়াগাতীর বাসিন্দা। তিনি শেখ ফজলুল হক রোমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয়ের নড়াইল জেলা ছাত্রকল্যাণ সংসদ সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। সম্প্রতি ঘোষিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন তিনি।
এদিকে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার খবরটি ফেসবুক পোস্টের মাধ্যমে নিজেই নিশ্চিত করেন রোমান। তবে ‘ডেঙ্গু’ লিখে পোস্ট করার মাত্র ৭ ঘণ্টার মধ্যেই তার মৃত্যু হয়েছে। এর দুদিন আগে ‘জ্বর ১০৪-১০৫ আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট করেন তিনি। তার শারীরিক অবস্থা অবনতি হলে নড়াইল সদর হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়।
সিটিনিউজ সেভেন ডটকম//আর//