স্টাফ রিপোর্টার:
প্রায় ৫০ কোটি টাকার জাল স্ট্যাম্পসহ তিন জনকে আটক করেছে র্যাব-১০। বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।
রোববার রাতে রাজধানীর রূপনগরের ইস্টার্ন হাউজিংয়ের একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মো. মোতাহার মিয়া (২৬), মো. মিকাইল মিয়া (২০) এবং মোছা. আম্বিয়া পারভেজ লুপা (২০)।
র্যাব ১০’র অধিনায়ক ফরিদ উদ্দিন বলেন, আটক মোতহার হোসেন, তার স্ত্রী এবং পাপ্পু প্রতি রাতে রেভিনিউ স্ট্যাম্প, নন জুডিশিয়াল স্ট্যাম্প তৈরি করে। গত ৬ মাস ধরে যেহেতু তারা এর সাথে জড়িত, ইতোমধ্যেই এগুলো বাজারে ছড়িয়ে দিয়েছে।
র্যাব অধিনায়ক আরও বলেন, স্ট্যাম্প ডিজিটাইজ ও আরও সুনিপুণ করলে জাল করা কঠিন হবে।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
সিটিনিউজ সেভেন ডটকম//আর//