ওবায়দুল কাদের ব্যক্তিগত আক্রমণ করেছে: ফখরুল
অক্টোবর ৩০, ২০২২
‘মিথ্যা খবর প্রকাশের’ প্রতিবাদ জানালেন মাশরাফি
নভেম্বর ১, ২০২২

হোটেল রুমে ঢুকে ভক্তের ভিডিও ধারণে ক্ষুব্ধ কোহলি

স্পোর্টস ডেস্ক:
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ায় ভারত। দলটির তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি আছেন দারুণ ফর্মে। সুপার টুয়েলভে প্রথম দুটি ম্যাচে হাফ সেঞ্চুরি করে আনন্দে ভাসছেন। কিন্তু অপ্রীতিকর ঘটনা তাকে হতাশ করলো। কোনও এক ভক্ত তার হোটেল রুমে ঢুকে ভিডিও করে তা প্রচার করেছে।

সোমবার একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ভারতের সাবেক অধিনায়ক। সেখানে দেখা গেছে কোনও একজন তার রুমে ঢুকেছেন এবং মোবাইল ফোন দিয়ে তার রুমের ভিডিও ধারণ করছেন। কোহলির ব্যবহার করা বিভিন্ন জিনিসপত্র দেখাচ্ছেন।

রুমের মধ্যে কারও অনুপ্রবেশে ক্ষুব্ধ কোহলি। তার ব্যক্তিগত গোপনীয়তা লংঘনে বেশ চটেছেন ডানহাতি ব্যাটসম্যান। ইনস্টাগ্রামে ওই ভিডিও দিয়ে ক্যাপশনে তিনি তার প্রতিক্রিয়া জানান।

কোহলি লিখেছেন, ‘আমি বুঝতে পারি যে ভক্তরা তাদের প্রিয় খেলোয়াড়দের দেখে খুব খুশি ও উত্তেজিত হয়। তাদের সঙ্গে আলাপ করে রোমাঞ্চিত হয়, আমি সবসময় সেটার তারিফ করি।’

ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে সংশয়ে পড়ে গেছেন তিনি, ‘কিন্তু এই ভিডিও ভয়ঙ্কর, আমার গোপনীয়তা নিয়ে আমাকে খুব বিভ্রান্তির মধ্যে ফেলে দিলো। আমি যদি আমার নিজের হোটেল রুমেই গোপনীয়তা রাখতে না পারি তাহলে কোথায় আমি ব্যক্তিগত জায়গা প্রত্যাশা করতে পারি? এই ধরনের অন্ধভক্তি এবং গোপনীয়তায় আক্রমণে আমি খুশি নই। দয়া করে কারও গোপনীয়তার প্রতি শ্রদ্ধা রাখুন এবং বিনোদনের জন্য তাদের পণ্য মনে করবেন না।’

সিটিনিউজ সেভেন ডটকম//আর//

rr
rr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *