ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে একটি সুস্থ জাতি গঠন করব: প্রধানমন্ত্রী
নভেম্বর ১৪, ২০২২
সাভারে সড়কের পাশ থেকে মরদেহ উদ্ধার
নভেম্বর ১৪, ২০২২

স্ত্রী-সহ‌যোগীসহ মাদক সিন্ডিকেটের মূল‌হোতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:
কক্সবাজারভিত্তিক মাদক সিন্ডিকেটের মূলহোতাসহ এক‌টি চ‌ক্রের তিন সদস‌্যকে গ্রেপ্তার ক‌রে‌ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ঢাকা মেট্রো কার্যালয় (দক্ষিণ)।

গ্রেপ্তারকৃতরা হ‌লেন- চ‌ক্রের মূল‌হোতা মো. শফিক, তার সাবেক স্ত্রী মরিয়ম বেগম ওরফে সুমি ও চ‌ক্রের সদস‌্য মো. সুমন ফকির। তাদের মধ্যে সুমি নিজেকে ক্রাইম রিপোর্টার ও টিভি আর্টিস্ট দাবি করেন।

রোববার রাতে ডিএনসি ঢাকা মেট্রো দক্ষিণ কার্যালয়ের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সংস্থার মতিঝিল সার্কেলের পরিদর্শক মোহাম্মদ মিজানুর রহমান ও সূত্রাপুর সার্কেলের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমানের নেতৃত্বে দুটি টিম ‌রোববার দুপুর থেকে অভিযান চালায়। এ সময় ডেমরা থানাধীন পশ্চিম বক্সনগর ও স্টাফ কোয়ার্টার এলাকা থেকে ১১ হাজার ইয়াবা ও ১১০ গ্রাম আইসসহ (ক্রিস্টাল মেথ) কক্সবাজার ভিত্তিক মাদক পাচারকারী চক্রের ৩ জনকে গ্রেপ্তার করা হয়।

সুব্রত ব‌লেন, এই নেটওয়ার্কের মূল হোতা শফিক। ২০১৭ সালের দিকে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা পৌঁছানোর কাজ করতেন। ২০২০ সালে গ্রেপ্তার মরিয়ম বেগম ওরফে সুমিকে (৩২) ২য় বিয়ে করে তাকে নিয়ে ডেমরা এলাকায় ইয়াবা-আইসের একটি নেটওয়ার্ক গড়ে তোলেন।

ইয়াবা পাচার ও বিক্রির জন্য প্রাক্তন স্ত্রীর সাংবাদিক ও টিভি আর্টিস্ট পরিচয় ব্যবহার করতেন তারা। ইতোপূর্বে ২০২১ সালের প্রথমদিকে ১০ হাজার ইয়াবাসহ মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা বিভাগের হাতে গ্রেপ্তার হয়। চল‌তি বছ‌রের আগস্টে জামিনে বের হয়ে আবারও প্রাক্তন স্ত্রী ‘অনলাইন জেএননিউজ ডটকম এর সাংবাদিক, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স সোসাইটির সদস্য এবং বাংলাদেশ টিভি ও ফ্লিম আর্টিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য পরিচয় প্রদানকারী’ মরিয়ম বেগম ওরফে সুমিকে সাথে নিয়ে চক্রকে সক্রিয় করেন এবং মাদক ব‌্যবসা শুরু ক‌রেন।

গ্রেপ্তার শফিক জানি‌য়ে‌ছেন, ইয়াবা ও অত্যন্ত উচ্চমূল্যের মাদক আইস (ক্রিস্টাল মেথ) তার স্ত্রীর মাধ্যমে ক্রেতাদের কাছে পৌঁছে দিতেন। জিজ্ঞাসাবাদে নারায়ণগঞ্জের চনপাড়া এলাকার মাদকের গডফাদারদের সাথে নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন সহকারী প‌রিচালক সুব্রত সরকার।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ডেমরা ও যাত্রাবাড়ী থানায় পৃথক মামলা দায়ের করা হ‌য়ে‌ছে।

সিটিনিউজ সেভেন ডটকম//আর//

 

rr
rr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *