নেইমারকে ছাড়া সুইজারল্যান্ডের মুখোমুখি ব্রাজিল
নভেম্বর ২৮, ২০২২
রাজধানীতে বাসা থেকে মাদরাসাছাত্রীর মরদেহ উদ্ধার
নভেম্বর ২৮, ২০২২

গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রের আত্মহত্যা

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের শ্রীনগরে দেব মন্ডল (১২) নামে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

রোববার (২৭ নভেম্বর) উপজেলার শ্রীনগর সদর ইউনিয়নের পালপাড়া গ্রামের এ ঘটনা ঘটে।

দেব মন্ডল ওই এলাকার শ্যামল মন্ডলের ছেলে।

দেবের মামা রিপন মন্ডল জানান, বাবা-মার সঙ্গে অভিমান করে ফাঁকা বাড়িতে বসত ঘরের আড়ার সঙ্গে দেব মন্ডল ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। সকালে ৯টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. ইব্রাহিম জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সিটিনিউজ সেভেন ডটকম//আর//

rr
rr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *