গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রের আত্মহত্যা
নভেম্বর ২৮, ২০২২
নৌ-শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার
নভেম্বর ২৮, ২০২২

রাজধানীতে বাসা থেকে মাদরাসাছাত্রীর মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার:
রাজধানীতে নিজ বাসা থেকে তামান্না আক্তার (১৮) নামে এক মাদরাসা ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

সোমবার (২৮ নভেম্বর) বিকেলে চকবাজার থানা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ছাত্রীর মামা সিরাজ মিয়া বলেন, তামান্না কওমি মাদরাসায় পড়ত। দুপুরে তামান্না নিজ কক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করে রাখে। ডাকাডাকি করার পরেও দরজা না খোলায় তা ভেঙে ভিতরে ঢুকে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে দেখা যায়। এরপর পুলিশে মরদেহ নামিয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার আত্মহত্যার কারণ জানা যায়নি।

এ বিষয়ে চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) শাহ নেওয়াজ বলেন, একজন মাদরাসা শিক্ষার্থী আত্মহত্যা করার কথা নয়। অবশ্যই কোনো কারণ রয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

সিটিনিউজ সেভেন ডটকম//আর//

rr
rr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *