‘২০৪১ সালের মধ্যে বাংলাদেশ স্বপ্নের সোনার বাংলাদেশে পরিণত হবে’
ডিসেম্বর ১৬, ২০২২
স্বাধীনতাবিরোধী অপশক্তি আবারও ষড়যন্ত্র করছে : তথ্যমন্ত্রী
ডিসেম্বর ১৬, ২০২২

দেশজুড়ে পালিত হচ্ছে মহান বিজয় দিবস

স্টাফ রিপোর্টার:
নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দেশজুড়ে পালিত হচ্ছে মহান বিজয় দিবস।

রাজশাহীতে রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক ও সমাজিক সংগঠন। খুলনাতে শহীদ মিনারে ফুল দিয়ে বীর শহীদদের শ্রদ্ধা জানানো হয়।

ভোরে মেহেরপুরে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক, বিভিন্ন অফিস, শিক্ষা প্রতিষ্ঠা, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনক। রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

প্রথম প্রহরে ময়মনসিংহ পাটগুদাম কেন্দ্রিয় স্মৃতিসৌধে তোপধ্বরি ও পরে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। জেলা প্রশাসনের উদ্যোগে নেত্রকোণায় ৫০ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়।

গাজীপুরে বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। এ উপলক্ষে ভাওয়াল রাজবাড়ী মাঠ সংলগ্ন প্রাঙ্গণে তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করে স্বাধীনতার স্মৃতিস্তম্ভে পুষ্পস্তক অর্পণ করা হয়। এ সময় জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, সিটি কর্পোরেশন, জেলা পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক, শিক্ষা ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।

বাগেরহাটে নানা কর্মসূচির মধ্যদিয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস পালিত হচ্ছে। শুক্রবার সকালে বাগেরহাট শহরের দশানী মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে জাতীয় পতাকা উত্তোলন ও পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে দিনটির শুভ সূচনা হয়। প্রথমেই বাগেরহাটের জেলা প্রশাসন মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে। পরে পুলিশ সুপারসহ সরকারি প্রতিষ্ঠান, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগসহ বিভিন্ন সামাজিক ও সাংষ্কৃতিক সংগঠন শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকাল সাড়ে ৬টায় বরিশালের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বীর শহিদদের উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপরেই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বরিশাল রেঞ্জ ডিআইজি, নগর পুলিশ কমিশনার, আনসার প্রধান, বিভাগীয় স্বাস্থ্য বিভাগ, ফায়ার সার্ভিসসহ অনান্য সরকারি দপ্তর থেকে ধীরে ধীরে ফুলের শুদ্ধা নিবেদন করা হয়। পরে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ ও বরিশাল জেলা মহানগর বিএনপির নেতা কর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে বরিশাল সাধারন মানুষ বিভিন্ন ব্যানারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসেন এই বীর সেনাদের প্রতি।

সিরাজগঞ্জে শুক্রবার সুর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১বার তোপধ্বনির মাধ্যমে ৫১তম মহান বিজয় দিবসের কর্মসূচির সূচনা হয়। পরে বাজার ষ্টেশন্থ বিজয় স্মৃতিসৌধে প্রথমে স্থানীয় এমপি হাবীবে মিল্লাত মুন্না, জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর পর্যায়ক্রমে পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, জেলা আওয়ামী লীগের সভাপতি কেএম হোসেন আলী হাসানের নেতৃত্বে আওয়ামী লীগ নেতৃবৃন্দ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণের মাধ্যেমে জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানান।

একত্রিশ বার তোপধ্বনি ও শ্রদ্ধা জানিয়ে খাগড়াছড়িতে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়।

এছাড়া দেশের বিভিন্ন জেলায়ও নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন করা হচ্ছে।

সিটিনিউজ সেভেন ডটকম//আর//

 

rr
rr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *