ঢাকায় রাজনৈতিক উত্তাপ, সতর্ক অবস্থানে পুলিশ
জানুয়ারি ১১, ২০২৩
আগুন পোহাতে গিয়ে দগ্ধ, অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু
জানুয়ারি ১১, ২০২৩

নারায়ণগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় দুই হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার (১১ জানুয়ারি) জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. ফজলুল হক খান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে জালকুড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি কিশোরগঞ্জের বাজিতপুরের টোক বলিয়াদির মৃত তৈয়ব ইসলামের ছেলে আল আমিন (৩৭)।

পরিদর্শক মো. ফজলুল হক খান জানান, মঙ্গলবার দুপুরে গোপন খবরের ভিত্তিতে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপপরিদর্শক জেরিন সুলতানা, সহকারী উপপরিদর্শক মোহাম্মদ রোকুনুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে জালকুড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ইতোমধ্যে এ ঘটনায় জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে।

সিটিনিউজসেভেন ডটকম//আর//

 

rr
rr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *