আগুন পোহাতে গিয়ে দগ্ধ, অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু
জানুয়ারি ১১, ২০২৩
অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
জানুয়ারি ১১, ২০২৩

গোপালগঞ্জে ভাবিকে গাছের সঙ্গে বেঁধে গায়ে আগুন

গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাইয়ের স্ত্রী সুফি বেগমকে বাড়ির উঠানে গাছের সঙ্গে বেঁধে গায়ে আগুন ধরিয়ে দিয়েছে দেবর লিয়াকত মোল্লা।

মঙ্গলবার (১০ জানুয়ারি) কাশিয়ানী উপজেলার বাঘঝাপা গ্রামে এ ঘটনা ঘটে।

দগ্ধ সুফি বেগমের (৫০) অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের অধিকাংশ অংশ আগুনে পুড়ে গেছে। কাশিয়ানী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানিয়েছে, কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের বাঘঝাপা গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ-সদস্য ইউসুফ আলী মোল্লার সঙ্গে তার আপন ভাই লিয়াকত মোল্লার দীর্ঘদিন ধরে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। অভিযুক্ত লিয়াকত মোল্লাও একজন অবসরপ্রাপ্ত পুলিশ-সদস্য। তিনি তার পৈতৃক সম্পত্তির প্রাপ্য অংশ বিক্রি করে চলে যায়। কিন্তু এখনও তিনি সম্পত্তি দাবি করেন। এ নিয়েই দুই ভাইয়ের মধ্যে বিরোধ। এই ঘটনার বিরোধের জের ধরেই লিয়াকত মোল্লা (৫০) তার ভাবী সুফি বেগমকে (৫০) ঘর থেকে বাইরে এনে উঠানে পেয়ারা গাছের সঙ্গে বেঁধে তার শরীরে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাশিয়ানী হাসপাতালে নিয়ে যায়।

স্থানীয়রা আরও জানায়, এর আগেও ওই দেবর তার ভাবীর মাথার চুল কেটে দিয়েছিল। পরে শালিস মীমাংসা করে মিটিয়ে নেওয়া হয়।

কাশিয়ানী ১০০-শয্যাবিশিষ্ট হাসপাতালের আরএমও ডা. আমিনুল ইসলাম জানান, রোগীর অবস্থা আশংকাজনক। তার পুরো শরীরই পুড়ে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আলম জানান, ঘটনার পরপরই অভিযুক্ত ব্যক্তি বাড়ি থেকে পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

সিটিনিউজসেভেন ডটকম//আর//

 

rr
rr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *