ফোনে একই সঙ্গে দুটি মেসেঞ্জার ব্যবহার করবেন যেভাবে
আগস্ট ৪, ২০২৩
নয়াপল্টনে জড়ো হচ্ছে বিএনপির নেতাকর্মী
আগস্ট ৪, ২০২৩

ঢাকায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে গ্রেফতার ৩০

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

এসময় গ্রেফতারদের কাছ থেকে মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এছাড়া ডিএমপির বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে ২৬ টি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার ( ৪ আগস্ট ) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়,ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (৩ আগস্ট ) সকাল ছয়টা থেকে আজ শুক্রবার ( ৪ আগস্ট ) সকাল ৬ টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ১৫৬০ পিস ইয়াবা, ৪ কেজি ৮৯০ গ্রাম গাঁজা ও ২টি গাঁজার গাছ, ২০ গ্রাম ৩০০০ পুরিয়া হেরোইন এবং ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৬ টি মামলা রুজু হয়েছে।

//এস//

rr
rr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *