নয়াপল্টনে জড়ো হচ্ছে বিএনপির নেতাকর্মী
আগস্ট ৪, ২০২৩
কেরানীগঞ্জে ব্যবসায়ী সাইফুল হত্যা, মাস্টারমাইন্ড সুমনসহ গ্রেফতার ৩
আগস্ট ৪, ২০২৩

বিএনপি ডেঙ্গু মশার চেয়েও মারাত্মক : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি এডিস মশা ডেঙ্গুর চেয়েও বেশি ভয়াবহ এবং মারাত্মক বলে মন্তব্য করেছেন । শুক্রবার (৪ আগস্ট)রাজধানীর ফার্মগেট এলাকায় গোলচত্বরে কৃষক লীগের আয়োজিত ডেঙ্গু মশা নিধন ও গণসচেতনতা তৈরি কর্মসূচি অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু এডিস মশা মারাত্মক, বিএনপি আরও বেশি মারাত্মক। অনেক ক্ষেত্রেডেঙ্গুর চেয়েও দলটির নেতাকর্মীরা বেশি মারাত্মক বিএনপি। ডেঙ্গু মশা কামড়ায় আর বিএনপি আগুন জ্বালায়। তারেক রহমান ও খালেদা জিয়া বিএনপিকে লাঠিয়াল বাহিনী হিসেবে চায়। বিএনপিকে তারা সংসদ ও ইউনিয়ন পরিষদে চায় না।
ড. হাসান মাহমুদ বলেন, করোনাসহ দেশের সকল বিপদে আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণের পাশে দাঁড়িয়েছে। তিনি বলেন, করোনাকালে মানুষের পাশে দাঁড়াতে গিয়ে আওয়ামী লীগের পাঁচজন নেতাকে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ দিতে হয়েছে।স্বাস্থ্য সুরক্ষায় যেমন মাঠে কাজ করছে তেমনি মানুষের পাশে খাদ্য নিয়েও দাঁড়িয়েছে।
তথ্যমন্ত্রী বলেন, দেশে হাজার হাজার মানুষ ডেঙ্গু আক্রান্ত হচ্ছে ও মারা যাচ্ছে। বাংলাদেশের তুলনায় অনেক দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অনেক বেশী মৃত্যুর সংখ্যা রয়েছে। বর্তমান আওয়ামী লীগ সরকার করোনাভাইরাসারে মতোই ডেঙ্গু এডিস মশা রোধ করার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।
তিনি আরও বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন ও রাজনৈতিক কর্মসূচি দরকার। কিন্তু কৃষক দল ছাড়া কোনো দল ডেঙ্গু নিয়ন্ত্রণে কোনো কর্মসূচি দেয়নি।

//এস//

rr
rr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *