নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর সবুজবাগ এলাকা থেকে অপহরণ মামলার পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। মো. শাহিন রহমান রাকিব (২৩) নামের ওই যুবকের বিরুদ্ধে গত ৩১ জুলাই সবুজবাগ থানায় একটি অপহরণ মামলা হয়।
শুক্রবার (৪ আগস্ট) এই তথ্য জানান র্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র এএসপি ফারজানা হক।
তিনি বলেন, রাজধানীর সবুজবাগ থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় অপহরণ মামলার পলাতক আসামি মো. শাহিন রহমান রাকিবকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ঢাকা মহানগরীর সবুজবাগ থানায় গত ৩১ জুলাই একটি অপহরণ মামলা হয়। মামলাটি রুজু হওয়ার পর থেকে রাকিব রাজধানীর বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পালিয়ে ছিলেন।
গ্রেফতার আসামির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
//এস//