ঢাকায় অপহরণ মামলার আসামি গ্রেফতার
আগস্ট ৪, ২০২৩
পুত্রবধূকে পুড়িয়ে হত্যায় শাশুড়ির মৃত্যুদণ্ড
আগস্ট ৪, ২০২৩

হত্যার ২২ বছর পর আসামি র‍্যাবের হাতে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর মুগদা থানাধীন এলাকা থেকে হত্যা মামলার ২২ বছর পর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতারকৃত ব্যক্তির নাম রিপন ওরফে রুপম (৩৭)। ২০০১ সালে রাজধানীর সবুজবাগ থানায় করা হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৪ আগস্ট) এ তথ্য জানান র‍্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র এএসপি ফারজানা।

তিনি বলেন, রাজধানীর মুগদা থানাধীন এলাকা থেকে সবুজবাগ থানার ২০০১ সালের একটি হত্যা মামলায় পরোয়ানাভুক্ত দীর্ঘ ২২ বছর ধরে পলাতক আসামি রিপন ওরফে রুপমকে গতকাল বৃহস্পতিবার (৩ আগস্ট) সন্ধ্যায় গ্রেফতার করেছে র‍্যাব।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং মামলার সূত্রে তিনি জানান, রিপনের বিরুদ্ধে ঢাকার সবুজবাগ থানায় ২০০১ সালে একটি হত্যা মামলা রুজু হয়। মামলাটি রুজু হওয়ার পর থেকেই আসামি রিপন রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক ছিলেন।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

//এস//

rr
rr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *