শেরপুর প্রতিনিধি
নিখোঁজের একদিন পর শেরপুরের পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে মাহেরা আহমেদ বিথী (২৭) নামে এক শিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
শনিবার বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার দুপুরে ব্রক্ষপুত্র সেতুর কাছাকাছি জায়গা থেকে বিথী নদীতে লাফ দেয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা টানা তিন ঘণ্টা তল্লাশি চালিয়েও তার সন্ধান পাননি।
জানা যায়, শনিবার বিকেলে আবারও ফায়ার সার্ভিসের ডুবুরিরা ওই স্থানে উদ্ধার কাজ শুরু করলে পানির নিচ থেকে বিথীর মরদেহ উদ্ধার করে। বিথী জামালপুর পৌরসভার ২নং ওয়ার্ডের দেওয়ান পাড়ার মৃত শফিউদ্দীন আহমেদ শাহিনের মেয়ে ও নান্দিনার জাহিদ আনোয়ার লিটনের (৩৫) স্ত্রী। তিনি জামালপুর শহরের একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করতেন। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
স্কুলশিক্ষিকা বিথীর ছোট ভাই রোহান আহমেদ বলেন, তার বোন দোকানে যাবে বলে নামাজের পর বাড়ি থেকে বের হয়। পরে ফোনে খবর পান, নদের পানিতে বোন ঝাঁপ দিয়েছে। নদের পাড়ে হাতব্যাগ, জুতা ও মোবাইল ফোন রেখে বিথী নদে ঝাঁপ দিয়েছে বলে তিনি জানান।
মরদেহ উদ্ধারের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস জামালপুরের স্পেশাল অফিসার রবিউল ইসলাম।